shono
Advertisement
Aroop Biswas

বিসিসিআই কবে থেকে আবহাওয়াবিদ হল? ইডেন থেকে ফাইনাল সরে যাওয়ায় ক্ষুব্ধ অরূপ বিশ্বাস

নতুন সূচিতে ‘বঞ্চিত’ কলকাতা।
Published By: Prasenjit DuttaPosted: 03:35 PM May 22, 2025Updated: 06:15 PM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের সূচি অনুযায়ী আইপিএলের প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু নতুন সূচিতে ‘বঞ্চিত’ কলকাতা। ফাইনাল সরে গিয়েছে আহমেদাবাদ। প্লে অফের দু'টি ম্যাচ পেয়েছে পাঞ্জাবের মুলানপুর স্টেডিয়াম। আর এই ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "ইডেনে আইপিএলের একটি প্লে-অফ ম্যাচ হওয়ার কথা ছিল। এমনকী ফাইনালও ছিল ইডেনে। কিন্তু অজানা কোনও কারণে সেই ফাইনাল সরানো হল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? কেনই বা বাংলার ক্রিকেটপ্রেমী মানুষকে বঞ্চিত করা হল? কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লিখেছেন, ইডেন থেকে ম্যাচ সরেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে। এরপর বিসিসিআই আর আইপিএল গভর্নিং কমিটির বৈঠকের পর জানা যায়, আবহাওয়ার কারণে কলকাতা থেকে ম্যাচ সরে গিয়েছে। সুতরাং, দুই পক্ষ দু'রকম কথা বলছে। কোনটা সত্যি?"

এরপর অরূপ বিশ্বাসের সংযোজন, "ইডেনের জল নিকাশি ব্যবস্থা খুবই উন্নত মানের। এত ভালো ড্রেনেজ সিস্টেম ভারতের আর কোনও স্টেডিয়ামে নেই। মুষলধারে বৃষ্টি হওয়ার পরেও ইডেনে খুব তাড়াতাড়ি খেলা শুরু করা যায়। ইডেন থেকে জল বেরিয়ে যেতে মাত্র ৩০ মিনিট সময় লাগে। তা সত্ত্বেও এখান থেকে ম্যাচ সরানো হল। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, "ভারতীয় ক্রিকেটের ৯৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেনি। আসলে আহমেদাবাদে ফাইনাল নিয়ে যাওয়ার উদ্দেশ্যই ছিল। বিসিসিআই কবে থেকে আবহাওয়াবিদ হল? ২০-২৫ দিন আগে থেকে তারা কীভাবে আবহাওয়া বুঝে গেল? আর তারা যদি এতই বুঝদার তো চলতি আইপিএলে কেন তিনটি ম্যাচ বৃষ্টিতে কেন ভেস্তে গেল?"

২৯ মে প্রথম কোয়ালিফায়ার ও ৩০ মে এলিমিনেটর হবে পাঞ্জাবের মুলানপুরে। ১ জুনের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অর্থাৎ প্লে অফেরও কোনও ম্যাচ পায়নি ইডেন। এর সঙ্গে ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটিরও ভেন্যু বদলাচ্ছে। ম্যাচটি হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতেই। কিন্তু পরিবর্তিত সূচিতে তা হবে লখনউয়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগের সূচি অনুয়ায়ী আইপিএলের প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে।
  • কিন্তু নতুন সূচিতে ‘বঞ্চিত’ কলকাতা। ফাইনাল সরে গিয়েছে আহমেদাবাদ।
  • আর এই ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
Advertisement