shono
Advertisement
Rishabh Pant

'ধোনিকে ফোন করো...', পন্থকে ফর্মে ফেরার নিদান দিলেন শেহওয়াগ

তাঁর খারাপ পারফরম্যান্সের প্রভাব দলেও পড়ছে।
Published By: Prasenjit DuttaPosted: 01:52 PM May 05, 2025Updated: 01:52 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ছায়ার সঙ্গে যেন লড়াই করছেন ঋষভ পন্থ। একেবারেই তাঁকে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। পাঞ্জাব কিংস ম্যাচে মাত্র ১৮ রানে ফিরতে হয়েছে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ককে। এমনকী দুর্বল স্ট্রাইক রেট নিয়েও চর্চা চলছে ক্রিকেট মহলে। যদিও পন্থের এই দুর্দিনে তাঁর পাশেই দাঁড়িয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। ফর্মে ফিরতে ঋষভকে টোটকা দিয়েছেন বীরু।

Advertisement

পন্থকে কী বলেছেন শেহওয়াগ? তাঁর কথায়, "পন্থের উচিত নিজের ব্যাটিংয়ের পুরনো ভিডিও ক্লিপ দেখা। সবার আগে সেটা জরুরি। আইপিএলের অনেক ম্যাচেই তো ও রান করেছে। সেই সব ম্যাচের ভিডিও দেখুক। পুরনো খেলা দেখলে ও হয়তো আত্মবিশ্বাস ফিরে পাবে। আসলে আমরা আহত হওয়ার আগের পন্থকে যেমন দেখেছি, তেমনই আহত হওয়ার পরের পন্থকেও দেখেছি। দুর্ঘটনার পর ও প্রত্যাবর্তন করেছে বটে। কিন্তু ওর মধ্যে সেই অপ্রতিরোধ্য ব্যাপারটা কোথাও যেন মিস করছি।"

তাছাড়াও ঋষভ পন্থকে খারাপ ফর্ম কাটিয়ে ওঠার জন্য এমএস ধোনিকে ফোন করার পরামর্শ দিয়েছেন বীরু। তাঁর কথায়, "তুমি যদি ধোনিকে আইডল মনে করো, তাহলে ফোন তুলে নাও। ধোনিকে কল করো। এমন পরিস্থিতিতে মনের মধ্যে নানান সন্দেহ বাসা বাঁধে। সেসব থেকে নিজেকে বের করে আনা দরকার।"

২৭ বছর বয়সি পন্থকে নিলামে লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটি টাকায় কিনেছিল। যদিও এখনও 'পয়সাউসুল' পারফরম্যান্স করতে পারননি তিনি। চলতি আইপিএলে এখন পর্যন্ত ১০ ইনিংসে ১২.৮০ গড়ে মাত্র ১২৮ রান করেছেন পন্থ। হাফসেঞ্চুরি করেছেন একটি। তাঁর এমন পারফরম্যান্সের প্রভাব দলেও পড়ছে। রবিবার পাঞ্জাব কিংসের কাছে ৩৭ রানে হেরে গিয়েছে লখনউ। পয়েন্ট টেবিলেও নেমে গিয়েছে সপ্তম স্থানে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঞ্জাব কিংস ম্যাচে মাত্র ১৮ রানে ফিরতে হয়েছে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ককে।
  • এমনকী দুর্বল স্ট্রাইক রেট নিয়েও চর্চা চলছে ক্রিকেট মহলে।
  • যদিও পন্থের এই দুর্দিনে তাঁর পাশেই দাঁড়িয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ।
Advertisement