সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনুইয়ে চোট পেয়ে আইপিএল (IPL 2025) থেকে ছিটকে গিয়েছেন সিএসকে (CSK) অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটল। রুতুরাজের বদলি হিসেবে নেওয়া হয়েছে ওপেনার আয়ুষ মাত্রেকে (Ayush Mhatre)। ১৭ বছর বয়সি আয়ুষ মুম্বইয়ের ক্রিকেটার।

আয়ুষকে সিএসকের নেটে ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল। এছাড়াও ডাকা হয়েছিল উত্তরপ্রদেশের সলমন নিজার এবং গুজরাতের উর্বিল প্যাটেলকে। হাওয়ায় ভাসছিল পৃথ্বী শ'য়ের নামও। যদিও শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে আয়ুষকেই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছোট থেকে খেলেছেন তিনি। মারকুটে ব্যাটার হিসেবে সুনাম রয়েছে তাঁর।
মুম্বইয়ের হয়ে ন'টি প্রথম-শ্রেণির ম্যাচে দু'টি সেঞ্চুরি এবং একটি অর্ধশতক রয়েছে তাঁর। তাছাড়াও সাতটি লিস্ট এ ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলেছেন। যেখানে নাগাল্যান্ডের বিরুদ্ধে ঝড় তুলে আয়ুষ করেছিলেন ১১৭ বলে ১৮১ রান। তাঁর কেরিয়ারে সর্বোচ্চ স্কোর এটা। বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্র ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ১৪৮। খুব শীঘ্রই তিনি সিএসকে শিবিরে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। যদিও এখনই খেলার সুযোগ পাবেন কিনা, তা স্পষ্ট নয়। ২০ এপ্রিল চেন্নাইয়ের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। খেলা রয়েছে ওয়াংখেড়েতে। তাই আয়ুষকে কি তাঁর 'ঘরের মাঠে' কি নামানো হতে পারে? উত্তর খুঁজছেন অনেকেই।
উল্লেখ্য, গত বছর ইরানি ট্রফিতে ওপেনার হিসেবে অভিষেক হয়েছিল আয়ুষের। ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলতে তাঁর লড়াইয়ের কাহিনী ইতিমধ্যেই চর্চায়। ভোর চারটেয় ঘুম থেকে উঠে বাড়ি থেকে ৪৬ কিমি দূরে অনুশীলনের জন্য যেতে হত তাঁকে। এখন দেখার, টানা হারে বিধ্বস্ত সিএসকে শিবিরে আয়ুষের অন্তর্ভুক্তি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে কিনা। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে সিএসকে।