shono
Advertisement
IPL 2025

বৃষ্টিতে ভেস্তে যাবে দিল্লি-মুম্বই ম্যাচ? আশঙ্কায় বোর্ডকে ভেন্যু বদলানোর মেল রাহুলদের মালিকের

ওয়াংখেড়েতে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সুবিধা পাবে কোন দল?
Published By: Arpan DasPosted: 10:19 AM May 21, 2025Updated: 10:58 AM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলা হচ্ছে, দিল্লি বনাম মুম্বই ম্যাচ 'ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল'। মুম্বই জিতলে সোজা প্লে অফে। দিল্লি জিতলেও এক পা বাড়িয়ে রাখবে। কিন্তু ওয়াংখেড়েতে সেই ম্যাচ কি বৃষ্টিতে ভেস্তে যেতে পারে? সেই সম্ভাবনার জন্যই বোর্ডকে মেল করেছেন দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল। যাতে ম্যাচ সরিয়ে নেওয়া হয়।

Advertisement

এর মধ্যে ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটিরও ভেন্যু বদলাচ্ছে। ম্যাচটি হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতেই। কিন্তু পরিবর্তিত সূচিতে তা হবে লখনউয়ে। সেখানেও যুক্তি দেওয়া হয়েছে বৃষ্টির। আর সেটাকে হাতিয়ার করেই নাকি পার্থ জিন্দাল মেল করেছেন বোর্ডকে। এক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে ওই মেলে লেখা হয়েছে, '২১ তারিখ মুম্বইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাই এই ম্যাচ অন্য কোথাও সরানো হোক।' মঙ্গলবার এই মেলটি করা হয়েছে বলে খবর।

কথাটা একদিক থেকে ঠিকই। বুধবার সকালেও মুম্বইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্তও বৃষ্টি হতে পারে। তবে সেই সম্ভাবনা খুব কম। মাত্র ৭ শতাংশ। তবে আকাশ মূলত মেঘলা থাকবে। কিন্তু তা সত্ত্বেও জিন্দালের আবেদনে এই ম্যাচ সরানোর কোনও সম্ভাবনা নেই। এত দ্রুত অন্য জায়গায় ব্যবস্থা করা একেবারেই অসম্ভব। তাছাড়া এবার বৃষ্টিতে কোনও ম্যাচ আক্রান্ত হলে 'কাট অফ' টাইম এক ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ, আগে বৃষ্টি-বাদলা হলে, এক ঘণ্টা বাড়তি সময় অপেক্ষা করা হত। এখন থেকে সেই অপেক্ষার মেয়াদ বেড়ে হবে দু'ঘণ্টা।

আসলে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সমস্যায় পড়বে দিল্লিই। এই মুহূর্তে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মুম্বই লিগ টেবলে রয়েছে চার নম্বরে। দিল্লি ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। মুম্বই যদি দিল্লিকে হারায় তাহলে তারাই প্লে অফে চলে যাবে। দিল্লি বুধবার হেরে যায়, তা হলে তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ। আবার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে এক পয়েন্ট পেলেও মুম্বইয়ের সুবিধাই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলা হচ্ছে, দিল্লি বনাম মুম্বই ম্যাচ 'ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল।
  • মুম্বই জিতলে সোজা প্লে অফে। দিল্লি জিতলেও এক পা বাড়িয়ে রাখবে।
  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সমস্যায় পড়বে দিল্লিই।
Advertisement