shono
Advertisement
MS Dhoni

ধোনির কি অবসর নেওয়া উচিত? চার প্রাক্তন ক্রিকেটারের 'আলোচনা' শেষ হল তুমুল বাগবিতণ্ডায়

ধোনি নিজে অবশ্য ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন।
Published By: Arpan DasPosted: 04:05 PM May 26, 2025Updated: 04:05 PM May 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের মতো আইপিএল শেষ ধোনির চেন্নাইয়ের। পরেরবার আইপিএল খেলবেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রেখেছেন মাহি। কিন্তু তাঁর খেলা উচিত কি উচিত নয়, এই নিয়ে বিতর্ক দেশের চার প্রাক্তন ক্রিকেটারের মধ্যে। শুরুটা হয়ে আলোচনার মধ্যে দিয়ে। শেষটা হল তুমুল তর্কে।

Advertisement

লিগ টেবিলে সবার শেষে রয়েছে চেন্নাই সুপার কিংস। মাঝপথে নেতৃত্ব নিয়েও দলকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারেননি ধোনি। তবে শেষম্যাচের পর ধোনি বলেন, "আপাতত আমার কাছে অনেক সময়। এবার রাঁচিতে ফিরব, বহুদিন বাড়ি ফিরিনি। বাইকে চেপে বেশ কয়েকবার ঘুরব। মাসদুয়েক পরে না হয় ভেবে দেখব কী করা যায়।”

যদিও দেশের চার প্রাক্তনীর মধ্যে মতপার্থক্য তুমুল আকার নেয়। সম্প্রচারকারী চ্যানেলে আলোচনার বিষয় ছিল, ধোনির অবসর নেওয়া উচিত কি না? বিষয়ের পক্ষে, অর্থাৎ হ্যাঁ অবসর নেওয়া উচিত- এই পক্ষে ছিলেন আকাশ চোপড়া ও সঞ্জয় বাঙ্গার। অন্যদিকে এখনও ধোনিকে খেলতে দেখতে চান সুরেশ রায়না ও আরপি সিং।

তাদের যে আলোচনাটা দাঁড়াল, তা অনেকটা এরকম-
আকাশ চোপড়া: ধোনি যদি আনক্যাপড ভারতীয় না হত, তাহলে কি এবার সিএসকে ওকে আদৌ দলে রাখত?

সুরেশ রায়না: অবশ্যই রাখত। গত ১৮ বছর ধরে ও এই দলে আছে। এখনও ধোনিই দলের মধ্যে সবচেয়ে বেশি ছয় মেরেছে।

আকাশ: কিন্তু তাহলে ও কেন ৭,৮ বা ৯ নম্বরে ব্যাট করছে। তোমার টীমের ব্যাটিং ভালো নয়। টপ অর্ডার ব্যর্থ। সেখানে এত বড় একজন প্লেয়ার উপরে ব্যাট করবে না? ও কি আদৌ ফিট?

রায়না: শেষ চার ওভারে ব্যাট করতেই ও বেশি স্বচ্ছন্দ। ও ফিট, ৪৪ বছর বয়সেও কিপিং করছে। ধোনি তো আগেও বলেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শিবম দুবেদের আগে সুযোগ দিয়েছে।

আরপি সিং: হাঁটুর অস্ত্রোপচারের পর সময় লাগে। ধোনি ২০ বছর কিপিং করছে, নিজেকে সামলাচ্ছে। রায়নারও হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। সেখান থেকে ফিরে এসে ও খেলেছে।

এমনকী সঞ্জয় বাঙ্গার বলেন, ধোনির উপস্থিতিতে রুতুরাজ গায়কোয়াড় বা রবীন্দ্র জাদেজের নেতৃত্ব সেভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবারের মতো আইপিএল শেষ ধোনির চেন্নাইয়ের। পরেরবার আইপিএল খেলবেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রেখেছেন মাহি।
  • কিন্তু তাঁর খেলা উচিত কি উচিত নয়, এই নিয়ে বিতর্ক দেশের চার প্রাক্তন ক্রিকেটারের মধ্যে।
  • শুরুটা হয়ে আলোচনার মধ্যে দিয়ে। শেষটা হল তুমুল তর্কে।
Advertisement