shono
Advertisement
IPL 2025

আহমেদাবাদের প্রবল গরমে আগুনে ব্যাটিং বাটলারের, দিল্লিকে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে গুজরাট

বল হাতে আগুন ঝরালেন গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ।
Published By: Arpan DasPosted: 07:41 PM Apr 19, 2025Updated: 08:37 PM Apr 19, 2025

দিল্লি ক্যাপিটালস: ২০৩/৮ (অক্ষর ৩৯, প্রসিদ্ধ ৪১/৪)
গুজরাট টাইটান্স: ২০৪/৩ (বাটলার ৯৭*, কুলদীপ ৩০/১)
৭ উইকেটে জয়ী গুজরাট টাইটান্স।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস আহমেদাবাদের তাপমাত্রা। তার মধ্যে ব্যাট আগুন ছোটালেন জস বাটলারের। ইংরেজ তারকার ব্যাটে ভর করে দিল্লির ২০৪ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে গেল গুজরাট টাইটান্স। ৭ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষেও উঠে এলেন শুভমান গিলরা।

এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক। এই ম্যাচে সুযোগ পাননি জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। দিল্লির ইনিংসের শুরুটা খারাপ করেননি অভিষেক পোড়েল ও করুণ নায়ার। কিন্তু এবারও ভালো শুরু করেও বড় রান পেলেন না বাংলার অভিষেক। আর সেই সঙ্গে শুরু হল প্রসিদ্ধ কৃষ্ণর আগুনে বোলিং। দিল্লির টপ অর্ডারকে যেন আক্ষরিক অর্থেই ছারখার করে দিলেন প্রসিদ্ধ। করুণ নায়ার আউট হলেন ৩১ রানে। বিপজ্জনক হয়ে ওঠা কেএল রাহুল ও অক্ষর প্যাটেলকে ফেরালেন প্রসিদ্ধা। পরে নিলেন ভিপরাজ নিগমের উইকেট। তবে শেষের দিকে আশুতোষ শর্মার ঝড়ে ২০৩ রানে থামে দিল্লির ইনিংস।

রান তাড়া করতে নেমে গুজরাট দ্রুত শুভমান গিলের উইকেট হারায়। তারপরই ব্যাট হাতে আগুন ছোটাতে শুরু করেন জস বাটলার। সাই সুদর্শন ৩৬ রানে আউট হলেও ইংরেজ ব্যাটারের দাপট কমেনি। চার-ছক্কায় দিল্লির বোলিংয়ে নাস্তানাবুদ করে দেন তিনি। যেভাবে প্রসিদ্ধ কৃষ্ণ পালটা দিয়েছিলেন, সেই কাজটা দিল্লির হয়ে করতে ব্যর্থ মুকেশ কুমাররা। আগের ম্যাচের নায়ক মিচেল স্টার্ক ৩.২ ওভারে দিলেন ৪৯ রান। রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান বাটলার। রাদারফোর্ড আউট হয়ে গেলেও বাকি কাজ শেষ করেন রাহুল তেওয়াটিয়া। অন্যদিকে অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না বাটলার। অপরাজিত থাকেন ৫৪ বলে ৯৭ রান করে। মারেন ১১টি চার ও ৪টি ছক্কা। শেষ পর্যন্ত ৭ উইকেটে জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এল গুজরাট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস আহমেদাবাদের তাপমাত্রা। তার মধ্যে ব্যাট আগুন ছোটালেন জস বাটলারের।
  • ইংরেজ তারকার ব্যাটে ভর করে দিল্লির ২০৪ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে গেল গুজরাট টাইটান্স।
  • আর সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষেও উঠে এলেন শুভমান গিলরা।
Advertisement