সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই ম্যাচে দু'বার রেগে আগুন শুভমান গিল। একবার নিজের ব্যাটিংয়ের সময়। আরেকবার হায়দরাবাদের ব্যাটিংয়ের সময়। আর দুবারই তাঁর কোপে আম্পায়ার। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, বন্ধু অভিষেক শর্মাও তাঁকে শান্ত করতে পারেননি।
প্রথম ঘটনাটি গুজরাটের ব্যাটিংয়ের সময়। ৭৬ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন গিল। যদিও সেটা নিয়ে বিতর্ক আছে। হায়দরাবাদের উইকেটকিপার হেনরিক ক্লাসেনের গ্লাভস না বল, কোনটা উইকেট ছুঁয়েছিল, সেটা নিয়েই প্রশ্নচিহ্ন। গিল মাঠের বাইরে গিয়েও শান্ত হননি। টিভি আম্পায়ার মাইকেল গফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। খুব ভালো মনে যে আউটের সিদ্ধান্ত গ্রহণ করেননি, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল।
দ্বিতীয় ঘটনাটি ঘটে সানরাইজার্সের ব্যাটিংয়ের সময়। তখন ৬৯ রানে ব্যাট করছিলেন অভিষেক। যে মেজাজে তাঁর ব্যাট চলছিল, তাতে নিঃসন্দেহে চিন্তায় ছিল গুজরাট। সেই সময় প্রসিদ্ধ কৃষ্ণর বল অভিষেকের পায়ে আছড়ে পড়ে। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় গুজরাট। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদল হয়নি। ব্যস, তারপরই রেগে আগুন শুভমান। বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন।
আম্পায়ারের 'ফেস ক্যামে' গিলের ক্ষুব্ধ অভিব্যক্তি পরিষ্কার ধরা পড়ে। গুজরাট অধিনায়ককে 'ঠান্ডা' করার দায়িত্ব নেন খোদ অভিষেকই। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। পরে অবশ্য মেজাজ শান্ত হতে ছোটবেলার বন্ধুর সঙ্গে খুনসুটি শুরু করেন গিল। আর মাঠেও জয় পায় তাঁর দল। বন্ধুর থেকে রানও বেশি করেন শুভমান।
