shono
Advertisement
Harbhajan Singh

তলানিতে হিন্দি ধারাভাষ্যের মান! শোধরানোর আশ্বাস হরভজনের, মুখে কুলুপ নিজের 'বর্ণবিদ্বেষী' মন্তব্যে

হিন্দি ধারাভাষ্যের মান নিয়ে অনেকেই বিরক্ত।
Published By: Prasenjit DuttaPosted: 11:50 AM Mar 26, 2025Updated: 02:03 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল। এবারও জৌলুসের কমতি নেই। একদিকে যেমন চার-ছয়ের বন্যায় আইপিএলের (IPL 2025)পারদ চড়তে শুরু করছে, তেমনই উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল চমক। তবে একটি বিষয় নিয়ে এক সমর্থক খুশি হতে পারছেন না। আর তা হল হিন্দি ধারাভাষ্য। সেই 'সমস্যা' শোধরানোর আশ্বাস দিলেন হরভজন সিং (Harbhajan Singh)। অথচ তাঁর বিরুদ্ধে যে 'বর্ণবিদ্বেষী' মন্তব্যের অভিযোগ রয়েছে, তা নিয়ে এখনও মুখে কুলুপ। 

Advertisement

সম্প্রতি ধারাভাষ্যের সময় প্রাক্তন স্পিনার হরভজন রাজস্থান রয়্যালসের পেসার জোফ্রা আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে বিতর্কে জড়িয়ে পড়েছেন। হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৭৬ রান দেন আর্চার। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড এই ইংরেজ পেসারের নামেই। তাঁর বোলিংয়ের সময় ধারাভাষ্যের দায়িত্বে থাকা হরভজন মন্তব্য করেন, “লন্ডনে কালো ট্যাক্সির মিটার খুব তাড়াতাড়ি ছোটে। আর এখানে আর্চার সাহেবের মিটারও তাড়াতাড়ি ছুটছে।”

এ নিয়ে বিতর্ক অব্যাহত। সেই বিষয় নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ভাজ্জি। তবে সব মিলিয়ে হিন্দি ধারাভাষ্যের মান নিয়ে অনেকেই বিরক্ত। এক সমর্থক তো তাঁর এক্স হ্যান্ডলে রীতিমতো তোপ দেগেছেন। তাঁর কথায়, আগে মনিন্দর সিং এবং অরুণ লালের ধারাভাষ্য অনেক তথ্যবহুল ছিল। তবে এখনকার ধারাভাষ্যকাররা অতটা সিরিয়াস নন। তাঁরা অনেক চটুল মন্তব্য করেন। এতে খেলার থেকে দর্শকদের মন সরে যায়।

হরভজন সিং এ বিষয়ে মন্তব্য করেছেন। তাঁর মতে, বিষয়টা শোধরানো দরকার। সমর্থকের অভিযোগের জবাবে ভাজ্জি বলেন, 'মতামতের জন্য অনেক ধন্যবাদ। আমরা এই ব্যাপারে কাজ করব।' তবে তিনি আর্চার প্রসঙ্গে কোনও টু শব্দ করেননি। উল্লেখ্য, বর্তমানে হরভজন সিং ছাড়াও হিন্দি ধারাভাষ্য প্যানেলে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ, নভজ্যোত সিং সিধু, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ড়ু প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি ধারাভাষ্যের সময় প্রাক্তন স্পিনার জোফ্রা আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে বিতর্কে জড়িয়ে পড়েছেন হরভজন সিং।
  • হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৭৬ রান দেন আর্চার।
  • আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড এই ইংরেজ পেসারের নামেই।
Advertisement