shono
Advertisement
IPL 2025

চোটে জর্জরিত আইপিএল, ছিটকে যাওয়া তিন ক্রিকেটারের জায়গায় সুযোগ পেলেন কারা?

শেষবেলায় আইপিএলে সুযোগ পেলেন কোন ক্রিকেটাররা?
Published By: Prasenjit DuttaPosted: 07:49 PM May 08, 2025Updated: 07:49 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছিলেন রাজস্থান রয়্যালস পেসার সন্দীপ শর্মা। মরু শহরের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। এবার সন্দীপ শর্মার বদলির নাম ঘোষণা করে দিল রাজস্থান রয়্যালস।

Advertisement

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার নন্দ্রে বার্গারকে দলে নিয়েছে রাজস্থান। তাঁকে ৩.৫ কোটি টাকায় কিনে নেয় গোলাপি বাহিনী। গুজরাট টাইটান্স ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন সন্দীপ শর্মা। পরে মেডিক্যাল রিপোর্টে জানা যায়, আঙুল ভেঙে গিয়েছে এই ক্রিকেটারের। ২০২৪ সালের আইপিএলে বার্গার রয়্যালসেই ছিলেন। ছয় ম্যাচে নিয়েছিলেন ৭টি উইকেট। বাঁ-হাতি এই স্পিডস্টার সব মিলিয়ে ৬৯টি ম্যাচে ৭.৭৩ ইকোনমি রেটে ৭৭টি উইকেট শিকার করেছেন।

অন্যদিকে, গোড়ালিতে চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন নীতীশ রানা। তাঁর বদলে সুযোগ পেয়েছেন প্রোটিয়ান অলরাউন্ডার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। লুয়ান-ড্রে ৩৩ টি-টোয়েন্টি ম্যাচে ৯১১ রান করেছেন। সর্বোচ্চ রান ৯৭। স্ট্রাইক রেটও বেশ ভালো। ১৬৮.৭০। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ পার্ল রয়্যালসের হয়ে অসাধারণ খেলেছেন। ক্রিকেট মহল মনে করছে, তাঁর অন্তর্ভুক্তি রাজস্থান দলকে নিঃসন্দেহে শক্তিশালী করবে।

এদিকে, আইপিএলের শেষবেলায় উরভিল প্যাটেলকে সই করিয়েছে চেন্নাই সুপার কিংস। উইকেটকিপার বংশ বেদি বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর ৩০ লক্ষ টাকায় উরভিলকে দলে নিয়েছে সিএসকে। উরভিল গুজরাটের হয়ে ত্রিপুরার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন। যা বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান। ২০২৩ সালে তাঁকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। যদিও কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছিলেন রাজস্থান রয়্যালস পেসার সন্দীপ শর্মা।
  • গোড়ালিতে চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন নীতীশ রানা।
  • উইকেটকিপার বংশ বেদি বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন।
Advertisement