shono
Advertisement
Zahir Khan

একবছরেই মোহভঙ্গ! প্লে অফে সুযোগ না পেয়ে মেন্টর জাহিরকে ছেঁটে ফেলছেন গোয়েঙ্কা?

কেন চাকরি খোয়াতে হতে পারে তাঁকে?
Published By: Prasenjit DuttaPosted: 05:13 PM Jun 05, 2025Updated: 05:13 PM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলে ভালো শুরু করেও ধারাবাহিকতায় ভুগতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। শেষমেশ সপ্তম স্থানে নেমে গিয়েছে তারা। এমন ফলাফলে সমালোচিত হতে হচ্ছে এলএসজি'কে। দলের মেন্টর হিসেবে ছিলেন জাহির খান। তিনি থাকা সত্ত্বেও লখনউ জিতেছে মাত্র ৬ ম্যাচ। শোনা যাচ্ছে, জাহিরের প্রতি নাকি মোহভঙ্গ হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির।

Advertisement

সূত্রের খবর, আগামী মরশুমের আগেই জাহির খানকে হয়তো বরখাস্ত করা হতে পারে। এমনিতেই আইপিএল চলাকালীন লখনউ শিবিরে নানান সমস্যার কথা উঠে এসেছিল। এমনকী দলের অন্দরে অশান্তির খবরও প্রকাশ্যে আসে। ঋষভ পন্থের ব্যাটিং পজিশন নিয়েও জাহির খানের মতবিরোধ হয় বলেও শোনা যায়। এখানেই শেষ নয়, হেডকোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও নাকি দূরত্ব তৈরি হয়েছিল জাহিরের। এমন পরিস্থিতিতে জাহিরকে বরখাস্ত করা হতে পারে বলে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গিয়েছে।

বেশ কিছু দিন আগে জানা যায়, ল্যাঙ্গারও পদত্যাগ করতে পারে। আর এবার জাহিরকে নিয়ে গুঞ্জন। তাঁকে এক বছরের চুক্তিতে আনা হয়েছিল। আসলে দু'টো মরশুমে এলএসজি প্লে-অফে যেতে পারেনি। তাই আগামী মরশুমের আগে তাদের কোচিং প্যানেলে বদল আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্যাচে ঋষভ পন্থ সেঞ্চুরি করেছিলেন। ৬১ বলে ১১৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেও বাকি ম্যাচগুলোতে তাঁর দুরবস্থা দেখে শিউরে উঠতে হয়। ২৭ কোটি দিয়ে তাঁকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। এর মর্যাদা দিতে পারেননি। ১৪ ম্যাচে করেছেন ২৬৯ রান। ফর্মহীনতার প্রভাব পড়েছে তাঁর অধিনায়কত্বেও। তিনি আগামী মরশুমে দলে থাকবেন কিনা, তা নিয়ে অবশ্য কিছু জানা যায়নি। কিন্তু জাহিরের কাছে যে প্রত্যাশা ছিল, তা পূরণে তিনি ব্যর্থ। সেই কারণে চাকরি খোয়াতে হতে পারে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবারের আইপিএলে ভালো শুরু করেও ধারাবাহিকতায় ভুগতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে।
  • শোনা যাচ্ছে, জাহিরের প্রতি নাকি মোহভঙ্গ হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির।
  • আগামী মরশুমের আগেই জাহির খানকে হয়তো বরখাস্ত করা হতে পারে।
Advertisement