সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথের পর মেলবোর্ন। ফলাফলে যেন কপি পেস্ট। মাত্র দু'দিনে শেষ হয়ে গিয়েছে টেস্ট। মেলবোর্নের ‘মারণ পিচ’ নিয়ে সুর চড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা কাঠগড়ায় তুলছেন পিচ নির্মাতাদের। দুই দলের অধিনায়কও পিচ নিয়ে সুর চড়িয়েছেন। এই পরিস্থিতিতে কয়েক কোটি ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনই তথ্য উঠে এসেছে।
জানা গিয়েছে, পারথে দু'দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া বোর্ড ৫০ লক্ষ ডলার ক্ষতির মুখে পড়েছিল। যা ভারতীয় মুদ্রায় ৩০ কোটি টাকা। মেলবোর্নেও একই পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। অর্থাৎ দু'টি টেস্ট মিলিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
এক সংবাদমাধ্যমকে অস্ট্রেলিয়ান ক্রীড়া প্রশাসক টড গ্রিনবার্গ বলেন, "সংক্ষিপ্ত টেস্ট ম্যাচ ব্যবসার জন্য ক্ষতিকর। এর চেয়ে কড়াভাবে আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। সকলেই চায় আরও বেশি দিন টেস্ট চলুক। এটাই তো আমাদের দাবি। উইকেটে ব্যাট, বলের ভারসাম্য থাকা দরকার। প্রথম দিন বোলাররা সুবিধা পেয়েছে। ব্যাটারদেরও যত্নশীল হওয়া উচিত ছিল। সব দোষ কিন্তু পিচকে দিলে হবে না।"
তিনি আরও বলেন, "ঐতিহাসিকভাবে আমরা পিচ তৈরির ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করেছি। সেখানে পিচ নির্মাতাদের স্বাধীনভাবে উইকেট তৈরির অনুমতি দেওয়া আছে। কিন্তু এর ফলে ক্রিকেট খেলার উপর যেভাবে বাণিজ্যিক প্রভাব পড়ছে, তাতে পিচের ব্যাপারে নজর না দিয়ে উপায় নেই। তবে এমন নয় যে, আমরা মাঠকর্মীদের নির্দেশ দেব। ওরা কী করছে, সে ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ নজর রাখব। তবে আমরা কেমন চাইছি, সেটা ওদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে।"
উল্লেখ্য, চলতি অ্যাশেজের প্রথম টেস্ট হয়েছিল পারথে। সেদিন দুই দলের দুই ইনিংস মিলিয়ে পড়েছিল ১৯ উইকেট। খেলাও শেষ হয়েছিল মাত্র দু’দিনে। তবে কেউ সেখানকার পিচ নিয়ে রা করেননি। এমন পিচ বানিয়ে আখেরে ক্রিকেটের সঙ্গেই অন্যায় হচ্ছে। যা নিয়ে সরব হয়েছে দুই দেশের অধিনায়ক। অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, "দু'দিনে ৩৬ উইকেট পড়া মোটেও কাম্য নয়। কোনও ব্যাটারি এখানে থিতু হতে পারেনি।" অন্যদিকে, ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের কথায় মেলবোর্নের উইকেট 'ভয়ংকর'।
