সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে সূর্যকুমার যাদব। ১৩ ম্যাচে করেছেন ৫৮৩ রান। যদিও ম্যাচের সেরা পুরস্কার পাচ্ছিলেন না কিছুতেই। দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৪৩ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেওয়ার পর অবশেষে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার হাতে নিয়ে তিনি জানিয়েছেন স্ত্রীর কাছে প্রতিশ্রুতি রাখতে পেরে তিনি খুশি।
মুম্বই তারকা পরে হোটেলে ফিরে তাঁর স্ত্রীকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, 'বিবি নে বোলা করনে কা... মতলব করনে কা।' অর্থাৎ স্ত্রী করতে বলেছে যখন এটা করতে হবেই। ভিডিওটি দ্রুত নেটভুবনে ছড়িয়ে পড়ে। সূর্যকুমারের মনোভাবের প্রশংসাও করছেন নেট নাগরিকরা। কেউ আবার তাকে মিষ্টি করে বলেছেন 'জোরু কা গুলাম'।
ওই ভিডিওয় দেখা গিয়েছে স্ত্রী দেবীশা শেঠির হাতে ম্যাচ সেরার পুরস্কারটি তুলে দিচ্ছেন সূর্যকুমার। ম্যাচের সেরা পুরস্কার নিয়ে তিনি বলেছিলেন, "সকালে খুব সুন্দর একটা গল্প বলেছিল আমার স্ত্রী। বলেছিল, এবার আমি কেবল ম্যাচের সেরার পুরস্কার পাইনি। তাই এটা আমার কাছে খুবই বিশেষ একটা পুরস্কার।"
তিনি আরও বলেন, "এমন একটা ইনিংস খুব দরকার ছিল। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করছি। এমন মুহূর্ত ওর খুব পছন্দের। ফিরে গিয়ে একসঙ্গে সেলিব্রেশন করব।" উল্লেখ্য, এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফ নিশ্চিত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ২৬ মে লিগ পর্যায়ের শেষ ম্যাচে সূর্যের মুম্বই মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।
