shono
Advertisement
KKR

ইডেনের অনুশীলনে না থেকেও আছেন মাহি! চেন্নাই ম্যাচের আগে নাইটদের চিন্তার 'নাম' ধোনিই

অনুশীলনে না এলেও ধোনির ম্যাচ খেলা নিয়ে কোনও সংশয় নেই।
Published By: Arpan DasPosted: 08:08 PM May 06, 2025Updated: 08:08 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই সিএসকে দ্বৈরথ। প্লে অফে পৌঁছতে এই ম্যাচটাও জিততে হবে নাইটদের। যদিও ম্যাচের আগের দিন ইডেনে অনুশীলনে এলেন না ধোনি। তবে ম্যাচ যে তিনি খেলবেন, সেটা নিশ্চিত। ম্যাচের আগের দিন কেকেআর কোচের মুখে সেই ধোনির কথাই। জানিয়ে দিলেন, ধোনিকে নিয়ে যে 'মাতামাতি' রয়েছে, তা নাইটরা থামাতে জানে।

Advertisement

সিএসকে'র প্লে অফের আশা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। সেখানে নাইটদের কাছে সব ম্যাচই মরণবাঁচন। ইডেনে দেখা গেল, আনরিখ নখিয়া, মইন আলি, দুজনেই অনুশীলনে ব্যস্ত। হয়তো দুজনেই একসঙ্গে খেলবেন। বাড়তি নজর দেওয়া হল তাঁদের ব্যাটিংয়ে। ম্যাচ হয়তো নাইটদের ঘরের মাঠে, কিন্তু ইডেনেও যে হলুদ জার্সির সংখ্যা কম থাকবে না, সেই কথা বলাই বাহুল্য। আর সেটা যে ধোনির জন্য, সেটা ভালো করেই জানেন নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

সম্ভবত সেটা মাথায় রেখেই তিনি বললেন, "এই ধরনের ম্যাচে সব দল, সব প্লেয়ার, নিজেদের পারফরম্যান্স নিয়েই ভাবে। মানে যদি একজন ব্যাটার ব্যাট করে, সেই সময় আশেপাশে প্রচুর চিৎকার চলতেই পারে। কিন্তু ওই ব্যাটারকে জিজ্ঞেস করুন। সে বলবে, 'কিচ্ছু শুনিনি'। এক্ষেত্রেও বিষয়টা তাই। কেউ জিজ্ঞেস করতেই পারে, এত মাতামাতির মধ্যে কীভাবে লক্ষ্য স্থির রাখেন? আসলে, সেই মাতামাতিগুলোকে আমরা এড়িয়ে যেতে জানি। নিজেদের খেলা নিয়ে ভাবলে বাইরের আওয়াজকে থামানো যায়।"

সেটাই আপাতত কেকেআরের। ঠিক সেভাবেই প্লে অফের কঠিন লড়াই নিয়েও পণ্ডিত কিছু ভাবছেন না। তিনি বলছেন, "আমরা চাপ নিচ্ছি না। আমাদের ব্যাটিং অন্যতম সেরা। হয়তো এখনও পর্যন্ত সেটা সেভাবে কাজ করেনি। কিন্তু আগামী তিন ম্যাচে ব্যাটাররা ভালো খেলবে বলেই বিশ্বাস।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত পোহালেই সিএসকে দ্বৈরথ। প্লে অফে পৌঁছতে এই ম্যাচটাও জিততে হবে নাইটদের।
  • যদিও ম্যাচের আগের দিন ইডেনে অনুশীলনে এলেন না ধোনি।
  • তবে ম্যাচ যে তিনি খেলবেন, সেটা নিশ্চিত। ম্যাচের আগের দিন কেকেআর কোচের মুখে সেই ধোনির কথাই।
Advertisement