shono
Advertisement
IPL 2025

দীর্ঘদিন বাদে জাতীয়তাবাদের মোড়কে ফিরছে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান, সেনাকে সম্মান জানাতে উদ্যোগ বোর্ডের

আহমেদাবাদে মেগা চমকের পথে বিসিসিআই।
Published By: Subhajit MandalPosted: 09:45 PM May 20, 2025Updated: 10:23 AM May 21, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: শেষ মুহূর্তে আইপিএলের ফাইনাল আহমেদাবাদে সরিয়ে নিয়ে গিয়ে ক্রিকেট মহলে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বিসিসিআই। কলকাতার ক্রিকেটপ্রেমীরা বোর্ডের আচরণে যেমন ক্ষুব্ধ, তেমনই আবার খুশি আহমেদাবাদ এবং উত্তর-পশ্চিম ভারতের ক্রিকেটভক্তরা। তাদের জন্য অবশ্য সারপ্রাইজ আরও বাকি। শোনা যাচ্ছে, দীর্ঘদিন বাদে আইপিএলে ফিরছে সমাপ্তি অনুষ্ঠান। আর সেটা ফিরছে রীতিমতো মহা আড়ম্বরেই।

Advertisement

বোর্ডের অন্দরমহলে খবর, দীর্ঘদিন বাদে এবারের আইপিএলে ফেরানো হচ্ছে সমাপ্তি অনুষ্ঠান। আর সেটা ফিরছে জাতীয়তাবাদের মোড়কে। একটু খোলসা করে বলা যাক। এবারের আইপিএলের মাঝে দেশের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর এবং তারপর পাকিস্তানের বর্বরোচিত হামলায় কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া। পরিস্থিতি এতটাই সঙ্গিন হয়ে গিয়েছিল যে মাঝপথে আইপিএলের ম্যাচ থামাতে হয়েছে। আবার টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে। সেখান থেকে যে মাত্র দিন দশেকের ব্যবধানে আইপিএল শুরু করা যাবে তা অনেকেই ভাবেননি। সেটা সম্ভব হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের সুবাদেই।

সেই সশস্ত্র বাহিনীকে তাই সম্মান জানাতে চায় বোর্ড। শোনা যাচ্ছে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান পুরোটাই হবে জাতীয়তাবাদের মোড়কে। সশস্ত্র বাহিনীর বীরত্বের কথা, অপারেশন সিঁদুরের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরার মঞ্চ হিসাবে ব্যবহার করা হবে ওই সমাপ্তি অনুষ্ঠানকে। বলিউডের প্রথম সারির কয়েকজন সেলিব্রিটি তাতে পারফর্ম করতে পারেন। বায়ুসেনার তরফে বিশেষ পারফরম্যান্সও থাকতে পারে। আবার লেজার শোয়েরও ব্যবস্থা করা হতে পারে। সবটাই যদিও এখনও সম্ভাবনার স্তরে। তবে একটা জিনিস স্পষ্ট, এবারের আইপিএল ফাইনালে রীতিমতো চমকপ্রদ সমাপ্তি অনুষ্ঠান দেখতে চলেছে আহমেদাবাদবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ মুহূর্তে আইপিএলের ফাইনাল আহমেদাবাদে সরিয়ে নিয়ে গিয়ে ক্রিকেট মহলে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বিসিসিআই।
  • কলকাতার ক্রিকেটপ্রেমীরা বোর্ডের আচরণে যেমন ক্ষুব্ধ, তেমনই আবার খুশি আহমেদাবাদ এবং উত্তর পশ্চিম ভারতের ক্রিকেটভক্তরা।
  • শোনা যাচ্ছে, দীর্ঘদিন বাদে আইপিএলে ফিরছে সমাপ্তি অনুষ্ঠান।
Advertisement