সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে গতিতে তাঁর উঠে আসা, ঠিক সেই গতিতেই তিনি যেন হারিয়ে যেতে বসেছেন। ময়ঙ্ক যাদব। রীতিমতো আলোড়ন তোলা একটা নাম। যদিও চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে তিনি খেলেছেন মাত্র ২টি ম্যাচ। চোট সারিয়েই তিনি ফিরেছিলেন। অথচ এরই মধ্যে খবর, ফের চোট পেয়ে আইপিএলের বাকি ম্যাচগুলি থেকেও ছিটকে গিয়েছেন ময়ঙ্ক। যদিও তাঁর ফের চোট পাওয়া নিয়ে বিসিসিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে, এবার পিঠে চোট পেয়েছেন ২২ বছরের এই তারকা। বিষয় হল, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে তিনি অন্তত ছ'মাস রিহ্যাব করেছেন। সেখানে তাঁর দেখভাল করেছিল স্পোর্টস সায়েন্স টিম। এরপর সুস্থ হয়ে দলে ফিরতে না ফিরতেই ফের চোটের কবলে তিনি। ময়ঙ্কের চোটের খবর জানানো হয়েছে আইপিএলের এক প্রেস বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, 'পিঠে চোট পেয়েছেন ময়ঙ্ক। এই মরশুমের বাকি অংশে তিনি খেলতে পারবেন না।'
ময়ঙ্কের পরিবর্ত হিসেবে এলএসজি শিবিরে যুক্ত হতে চলেছে উইলিয়াম ও'রুর্ক। ঘণ্টায় ১৫৬.৭ কিমি বেগে বল করে প্রচারের আলোয় চলে এসেছিলেন ময়ঙ্ক। অথচ সেই ময়ঙ্কই চোটে বিধ্বস্ত হয়ে নিজের জন্য তো বটেই দলের জন্যও চিন্তা বাড়ালেন। এখনও পর্যন্ত দুই আইপিএল মরশুম মিলিয়ে মাত্র ৬ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন তিনি। এই মরশুমে দু'টি উইকেট পেলেও একেবারেই চেনা মেজাজে ছিলেন না ময়ঙ্ক। মোট ৮ ওভারে দিয়েছিলেন ১০০ রান।
ময়ঙ্কের চোটের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর কী এমন চিকিৎসা হল যে, আবারও চোটের কবলে পড়তে হল এই তরুণ পেসারকে? অনেকেই আবার মনে করছেন, তাঁকে খেলানোর ব্যাপারে কোনও তাড়াহুড়ো করছে না তো ফ্র্যাঞ্চাইজিগুলো? এত ঘন ঘন চোট তাঁকে জাতীয় দলে ফেরার লড়াই থেকেও ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আইপিএলের দ্বিতীয় পর্বে লখনউয়ের প্রথম ম্যাচ ১৯ মে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
