সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন প্রতিভা তুলে আনার ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর স্পর্শে ক্ষুরধার হয়ে ওঠেন নতুন প্রতিভারা। তিনি মহেন্দ্র সিং ধোনি। যাঁর ছোঁয়ায় 'এতটা পথ পেরিয়ে' সিএসকে'র নায়ক হয়ে উঠেছেন মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কান এই ক্রিকেটারের কাছে এমএস ধোনির ভূমিকা অনেকটা 'বাবা'র মতো। এ কথাই উঠে এসেছে চেন্নাই সুপার কিংসের শেয়ার করা এক ভিডিওয়।
সেখানে মাথিশার অভিভাবককে বলতে শোনা যায়, ধোনিকে বাবার মতো শ্রদ্ধা করে তাঁদের ছেলে। মাথিশার মায়ের কথায়, "ধোনির সম্পর্কে কোনও শব্দই যথেষ্ট নয়। তিনি ঈশ্বরের মতো। আমার ছেলে ওর বাবাকে যেমন শদ্ধা করে, ঠিক তেমনই ধোনিকেও শ্রদ্ধা করে।" এরপর মাথিশার বাবার সংযোজন, "ছেলে বলে, শ্রীলঙ্কায় তুমি আমার বাবা হতে পারো। কিন্তু ভারতে আমার বাবা এমএস ধোনি।"
মাথিশা এক সময় বলেছিলেন, "ধোনিকে বাবার মতো শ্রদ্ধা করি। তিনি আমার জন্য যা করেছেন, তা বলে শেষ করা যাবে না। একজন বাবা যেমন তার ছেলেকে উদ্বুদ্ধ করে, ঠিক সেভাবেই তিনি আমার পাশে থাকেন।"
ক্রিকেট সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা ছিল না শ্রীলঙ্কার এই ক্রিকেটারের। সঙ্গীত পরিবারে জন্ম তাঁর। পাথিরানার এই ক্রিকেট প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন এমএস ধোনি। এরপর ২০২২ সালে ২০ লক্ষ টাকায় পাথিরানাকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। সেখান থেকেই উত্থান। আজ তিনি সিএসকে'র অন্যতম সেরা খেলোয়াড়। ১৩ কোটি টাকায় সিএসকে'র হয়ে চুটিয়ে খেলছেন মাথিশা।
২০২৩ সালের আইপিলে তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১২ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। ২০২৪ সালে নিয়েছিলেন ৬ ম্যাচে ১৩ উইকেট। সিএসকে'র হয়ে ২২ ম্যাচে তাঁর শিকার ৩৯ উইকেট। এই মরশুমে দু'টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা চারটি। মাথিশার সেরা বোলিং পরিসংখ্যান ২৪ রানে ৪ উইকেট।