সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা জিতেই মাঠ ছাড়বে চেন্নাই সুপার কিংস। আয়ুশ মাত্রে এবং রবীন্দ্র জাদেজা সিএসকে'কে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। রান ছিল ১৭২/২। সমর্থকরা ভেবেছিলেন, ক্রিজে যখন ধোনি রয়েছেন তখন ২১৪ রানের লক্ষ্য হেসেখেলে পূরণ করে নেবে সিএসকে। কিন্তু কোথায় কী? চাপের মুখে ব্যর্থ হন তিনি। করেন ৮ বলে মাত্র ১২। ফিনিশারের ভূমিকায় শনিবার তিনি ডাহা ফেল। ব্যাটে-বলেও ঠিকমতো সংযোগ হচ্ছিল না তাঁর। এই পরিস্থিতিতে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন চেন্নাই অধিনায়ক।
ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলকে মাহি বলেন, "যখন ব্যাটিংয়ে নামলাম, তখনও বেশ কিছুটা রান দরকার। হাতে বলও কম ছিল। আমার আরও চালিয়ে খেলা উচিত ছিল। তাতে কিছুটা চাপ কমত। তাই এই পরাজয়ের দায় আমিই নেব। সব দোষ আমার।" তাঁর সংযোজন, "শেফার্ড অসাধারণ ব্যাটিং করেছে। ডেথ ওভারে ও ছিল অপ্রতিরোধ্য। ওকে থামানো খুব কঠিন ছিল। কারণ আমাদের বোলাররা যেখানেই বল করুক না কেন, ও মারতই। তবে আমাদের আরও ইয়র্কার অনুশীলন করতে হবে।"
যদিও ধোনির এই ব্যাখার পরেও মন গলছে না প্রাক্তন ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার শন পোলক বলেন, "এটা অন্য সময় হলে হেলিকপ্টার শট দেখা যেত।" প্রাক্তন অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট বলেন, "জানি না আগের মতো এনার্জি ওর রয়েছে কিনা। আগের মতো তীক্ষ্ণ বুদ্ধি ওর আছে কিনা, সেই ব্যাপারেও সন্দিহান। কারণ ধোনি এখন কেরিয়ারের শেষ দিকে এগোচ্ছে।"
এবার চেন্নাই সুপার কিংস তো বটেই, মহেন্দ্র সিং ধোনিকেও ছন্দে পাওয়া যায়নি। সম্প্রতি ধোনির সমালোচনা করেছিলেন গিলক্রিস্ট। তিনি বলেন, “একটা বড় নাম এমএস ধোনি। ওর তো আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। সমস্ত কিছুই অর্জন করে ফেলেছে। ভবিষ্যতে কী করা উচিত, তা ধোনিই সবচেয়ে ভালো জানবে। কিন্তু খুব তাড়াতাড়ি ওকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। এটা বলা কষ্টের। তবুও বলব, ধোনিকে আর দেখা না গেলেই ভালো। ওকে আমি ভালোবাসি। ধোনি আইকন ক্রিকেটার। তবে এবার হয়তো সময় এসেছে বিদায় বলার।” আসলে সবাই পারফরম্যান্স দেখতেই মাঠে আসেন। তা না হলে সমালোচনা হবেই। হচ্ছেও তাই।
