shono
Advertisement
IPL 2025

হিটম্যান রূপে ফিরলেন রোহিত, আইপিএলে জয়ের হ্যাটট্রিক মুম্বইয়ের, আরও আঁধারে ধোনির চেন্নাই

ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন সূর্যকুমার।
Published By: Arpan DasPosted: 10:51 PM Apr 20, 2025Updated: 12:55 PM Apr 21, 2025

চেন্নাই সুপার কিংস: ১৭৬/৫ (জাদেজা ৫৩, শিবম ৫০, বুমরাহ ২৫/২)
মুম্বই ইন্ডিয়ান্স: ১৭৭/১ (রোহিত ৭৬, সূর্য ৬৮, জাদেজা ৩৮/১)
৯ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট'। বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া বাক্যই ফিরে আসে রোহিত শর্মার (Rohit Sharma) জন্য। ফর্ম নেই, ফর্ম নেই বলে কত সমালোচনা। হিটম্যান 'ক্লাস'টি তুলে রেখেছিলেন বড় মঞ্চের জন্য। যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেমন ওয়াংখেড়েতে ধোনির (MS Dhoni) দলের বিরুদ্ধে মহারণের জন্য। রোহিতের বিধ্বংসী ইনিংসে চেন্নাইকে ৯ উইকেটে হারাল মুম্বই (CSK Vs MI)। যোগ্য সঙ্গ দিলেন সূর্যকুমার যাদব। জয়ের হ্যাটট্রিকে যখন হার্দিক পাণ্ডিয়ারা প্লে অফের দিকে এক পা এক পা করে এগোচ্ছেন, তখন আরও আঁধারে ধোনির চেন্নাই।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। প্রায় প্রতি ম্যাচের মতো এবারও চেন্নাই ব্যাটিংয়ের শুরুটা ভালো হল না। রাচীন রবীন্দ্র ফিরলেন মাত্র ৫ রানে। সাইক রশিদের সংগ্রহ ১৯। বরং ১৭ বছরের আয়ুষ মাত্রে এদিন অভিষেকেই জাত চেনালেন। রাজস্থানের যদি ১৪ বছরের বৈভব থাকে, তবে রুতুরাজের বদলি হিসেবে আসা আয়ুষও বড় মঞ্চে নিজের উপস্থিতি জানিয়ে গেলেন। ১৫ বলে ৩২ রান করেন তিনি। সেখান থেকে চেন্নাই ইনিংসকে এগিয়ে নিয়ে যান রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। দুজনেই হাফসেঞ্চুরি করলেন, তবে রান বিদ্যুৎগতিতে এগোল না। ধোনি করলেন ৬ বলে মাত্র ৪ রান। বুমরাহ-স্যান্টনারের দাপটে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।

আর তারপর শুরু হল হিটম্যানের বিস্ফোরণ। রায়ান রিকেলটন শুরুর মঞ্চটা করে দিয়েছিলেন। রোহিত এদিন সেই সুযোগটা ছাড়লেন না। আর যেদিন তিনি ছন্দে থাকেন, সেদিন বিপক্ষ বোলারদের কী অবস্থা হয়, সেটা আর নতুন করে বলার নেই। এদিন শুরুটা করেছিলেন একটু ঢিমেতালেই। তারপর সূর্যকে পাশে পেয়ে আগুন ঝরাতে শুরু করেন রোহিত। রবীন্দ্র জাদেজাকে আক্রমণ করে ম্যাচের 'মুড' ঠিক করে নিলেন সূর্য। তুলনায় কিছুটা সামাল দিলেন অশ্বিন। যদিও রোহিত-সূর্যকে থামানোর জন্য সেটা যথেষ্ট ছিল না। ৪৫ বলে ৭৬ রান করেন রোহিত। ৪টে চারের পাশাপাশি ছিল ৬টি ছক্কা। অন্যদিকে ৩০ বলে ৬৮ রান করেন সূর্য। মুম্বই ম্যাচ জিতল ৯ উইকেটে।

টসের সময় ওয়াংখেড়েতে শোনা যাচ্ছিল ধোনির নামে স্লোগান। সেটা শেষ হল রোহিতের নামে জয়ধ্বনিতে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তারা উঠে এল ছয় নম্বরে। এর আগেও বিধ্বস্ত পরিস্থিতি থেকে কামব্যাক করেছে মুম্বই। এবারও কি সেটাই দেখা যাবে? অন্যদিকে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চেন্নাই। প্লে অফের আশা যে ক্রমশ কমে আসছে, সেটা ধোনিও একপ্রকার মেনেই নিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
  • রোহিতের বিধ্বংসী ইনিংসে চেন্নাইকে ৯ উইকেটে হারাল মুম্বই। যোগ্য সঙ্গ দিলেন সূর্যকুমার যাদব।
  • ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চেন্নাই। প্লে অফের আশা যে ক্রমশ কমে আসছে, সেটা ধোনিও মেনে নিলেন।
Advertisement