সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালসের সঙ্গে পাঞ্জাব কিংসের ম্যাচের পর বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা করেন প্রীতি জিন্টা। দুজনে কিছুক্ষণ কথাও বলেন। কিন্তু তারপরই ভাইরাল দুজনের 'বিকৃত' ছবি। আর এই কাণ্ডে রেগে আগুন পাঞ্জাব কিংসের মালকিন।
এক্স হ্যান্ডলে ক্ষোভ উগড়ে তিনি লিখেছেন, 'এটা বিকৃত করা ছবি আর ভুয়ো খবর। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এখন কিছু সংবাদমাধ্যমও এই বিকৃত ছবিকে ব্যবহার করছে। আর সেগুলোকে নিয়ে খবরও করছে।' যদিও এই 'বিকৃত' ছবিটা পরে সোশাল মিডিয়া থেকে মুছে দেওয়া হয়।
কিন্তু কী ছিল এই ছবিটায়? সেখানে দেখা যায়, প্রীতি জড়িয়ে ধরছেন ১৪ বছরের বিস্ময়প্রতিভাকে। বাস্তবে দুজনে শুধু হাতই মিলিয়ে ছিলেন। হাসিমুখে কিছুক্ষণ কথাও বলেন। যদিও কী কথা হয়েছে, সেটা জানা যায়নি। রাজস্থান রয়্যালসের থেকে সেও ভিডিও সোশাল মিডিয়ায় পোস্টও করা হয়। কিন্তু সেটাকেই 'বিকৃত' করে ভাইরাল করা হয়। আর তাতেই চটে লাল প্রীতি।
জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি ছিল ১৮ মে, রবিবার। সেখানে জেতে প্রীতির দলই। পরে প্লে অফের যোগ্যতাও অর্জন করে। রাজস্থানের বৈভব ১৫ বলে ৪০ রান করে। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি। রাজস্থানের পক্ষ থেকে যে ভিডিও পোস্ট করা হয়, সেখানে দেখা যায় যশস্বীর সঙ্গে কথা বলার পর বৈভবের সঙ্গে দেখা করেন প্রীতি।
এই সেই ভুয়ো ছবি।
