অর্পণ দাস: ভারতীয় ক্রিকেটের ছবিটা কি এখন থেকেই বদলাতে শুরু করেছে বৈভব? বয়স মাত্র ১৪। সাফল্য বলতে আইপিএলে একটা সেঞ্চুরি। কিন্তু এখন থেকেই সে অনুপ্রাণিত করতে শুরু করেছে 'নতুন' প্রজন্মকে। ইডেনের বাইরে দেখা হল সেরকমই আরেক কিশোরের সঙ্গে। তারও বয়স ১৪। শুধু বৈভবের খেলা দেখবে বলে সুদূর ছত্তিশগড় থেকে বাবার সঙ্গে হাজির ইডেনে।
মনে পড়তে পারে, বৈভবের সেঞ্চুরির পরদিনের কথা। আচমকাই ভাইরাল হয় বিহারের বিস্ময় প্রতিভার একটি ছবি। আট বছর বয়সে বাবার সঙ্গে বৈভব উপস্থিত হয়েছিল ইডেনে। কেকেআরের ম্যাচও দেখেছিল। রবিবাসরীয় ইডেনে যেন সেই ছবিটাও কি কিছুটা একরকম নয়? বৈভব আর তার বাবা সঞ্জীব সূর্যবংশী হাজির হয়েছিল বিহারের সমস্তিপুর থেকে। আর এদিন সেই বৈভবের খেলা দেখতে রায়পুর থেকে উপস্থিত রবি নন্দওয়ানিরা।
না, ঠিক রায়পুর নয়। তাঁদের বাড়ি মহসামুণ্ডে। রায়পুর থেকে আরও দেড়ঘণ্টার দূরত্ব। ইডেনের সামনে দাঁড়িয়ে ১৪-র কিশোর বলে গেল, "ওর খেলা দেখতে খুব ভালো লাগে। শুধু ওকে দেখার জন্যই এসেছি আমরা।" সেঞ্চুরির পরের ম্যাচেই অবশ্য শূন্য রানে আউট হয় বৈভব। কিন্তু নন্দওয়ানি আশাবাদী। বলল, "এই ম্যাচে আবার সেঞ্চুরি করবে বৈভব। আজও ও অনেক রেকর্ড ভেঙে দেবে। রেকর্ড ভাঙার জন্যই বৈভব খেলে।"
সদ্য কিশোর যেন পাত্তাই দিল না কেকেআরকে। বলল, "নাইট রাইডার্সের কেউ আজ ভালো খেলতে পারবে না। আজ রাজস্থানই জিতবে।" ও, ভালো কথা, তার আরেক পছন্দের ক্রিকেটারের নাম মহেন্দ্র সিং ধোনি। বৈভবের থেকে যাঁর বয়স প্রায় ২০ বছর বেশি। এবারের আইপিএলের সব থেকে বয়স্ক প্লেয়ার। আর বৈভব আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্লেয়ার। বহু প্লেয়ারের অনুপ্রেরণার নাম ধোনি। তিনি তো 'মাহিশ্বর'। কিন্তু ১৪-র বৈভব যে এখন থেকেই 'বৈভব' দেখাতে শুরু করেছে।
