shono
Advertisement
RCB

বিরাটদের ব্যর্থতায় ক্ষুব্ধ পাতিদার, নেটদুনিয়া বলছে, 'এটাই আরসিবি-র পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন'

হ্যাজেলউড বলেই দিলেন, 'আমরা ভুল থেকে শিখি না'।
Published By: Arpan DasPosted: 02:38 PM Apr 19, 2025Updated: 02:38 PM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবি ফিরল আরসিবি'তেই। কোনও ম্যাচে তারা ঝড়-তুফান তুলে দেবে। কখনও-বা লজ্জার আতঙ্ক ফেরাবে সমর্থকদের মধ্যে। চিন্নাস্বামীতে অবশ্য শেষ পর্যন্ত লজ্জার মুখে পড়তে হয়নি। কিন্তু বিরাটদের ব্যাটিং বিপর্যয়ে রীতিমতো ক্ষুব্ধ বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। তবে তিনি যাই বলুন না কেন, নেটদুনিয়ায় মিম বন্যা থামছে না।

Advertisement

ঘরের মাঠ মানেই যেন আতঙ্ক আরসিবি’র। শুক্রবার চিন্নাস্বামীতে পাঞ্জাবের বিরুদ্ধে ৪২ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল বেঙ্গালুরু। তাড়া করছিল, আইপিএলের ইতিহাসে ফের সর্বনিম্ন রান করার (৪৯ অল আউট) চরম অস্বস্তি। টিম ডেভিডের হাফসেঞ্চুরির সৌজন্যে সেটা শেষ পর্যন্ত হয়নি। মাত্র ১ রান করে আউট হন কোহলি। লিভিংস্টোন, জিতেশ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়ারা এলেন আর গেলেন। অধিনায়ক রজত পাতিদার আউট হন ২৩ রানে। শেষ পর্যন্ত ৫ উইকেটে হারে আরসিবি।

ম্যাচের পর ক্ষুব্ধ পাতিদার বললেন, "আমাদের আরও ভালো ব্যাট করা উচিত। পার্টনারশিপ তৈরি করতে পারিনি আমরা। ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছি।" জশ হ্যাজেলউড তো নিজেদের দলকেই ব্যঙ্গ করে বসলেন। তাঁর বক্তব্য, "ঘরের মাঠে তিনটে ম্যাচ হারলাম। আগের ভুল থেকে কিছু শিখছিই না আমরা।"

দলের মধ্যেই যখন এত ক্ষোভ, তখন মিমের বন্যা তো চলবেই। অনেকের বক্তব্য, 'আরসিবি ফিরল আরসিবি'তেই। এটাই তাদের পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন'। আবার অনেকে লিখেছেন, '৪৯-র ফাঁড়া কাটল। কিন্তু এদের ব্যাটিং দেখে রীতিমত ভয় লাগে'। কেউ বলছেন, 'তাও তো টিম ডেভিড আরও অনেক মিম বাঁচিয়ে দিলেন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরসিবি ফিরল আরসিবি'তেই। কোনও ম্যাচে তারা ঝড়-তুফান তুলে দেবে।
  • কখনও-বা লজ্জার আতঙ্ক ফেরাবে সমর্থকদের মধ্যে। চিন্নাস্বামীতে অবশ্য শেষ পর্যন্ত লজ্জার মুখে পড়তে হয়নি।
  • কিন্তু বিরাটদের ব্যাটিং বিপর্যয়ে রীতিমতো ক্ষুব্ধ বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার।
Advertisement