shono
Advertisement
IPL 2025

ট্রফি না জিতলে ৫০০-৬০০ রান করে কী লাভ! মুম্বইকে জিতিয়ে কাকে নিশানা রোহিতের?

টিমগেমকেই এগিয়ে রাখছেন হিটম্যান।
Published By: Subhajit MandalPosted: 09:56 AM May 02, 2025Updated: 09:56 AM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আইপিএলের সেরা দুই অধিনায়কের একজন। ক্রিকেটার হিসাবেও চূড়ান্ত সফল। একটা সময় নিয়মিত সর্বাধিক রান স্কোরারদের তালিকায় উপরের সারিতে থাকতেন। কিন্তু গত কয়েক মরশুমে পরিস্থিতি অনেকটাই বদলেছে। রোহিত শর্মা আর অধিনায়ক নন। রোহিত শর্মা আর আইপিএলে সর্বাধিক রান স্কোরারদের তালিকায় উপরের সারিতেও থাকেন না। যা নিয়ে সোশাল মিডিয়ায় এমনকী প্রাক্তনদের কাছে কটাক্ষ শুনতে হয়। এবার সেই সব কটাক্ষের জবাব দিলেন রোহিত। বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত সাফল্য নয়, দলকে জেতানো, ট্রফি এনে দেওয়াটাই তাঁর মূল লক্ষ্য।

Advertisement

বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে ৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জেতানোর পর রোহিত বললেন, "নির্দিষ্ট কিছু সংখ্যক রান করাটা কোনওদিনই আমার লক্ষ্য থাকে না, আমি দলকে জেতানোর জন্য খেলি। আর দলকে জেতানোর জন্যই নিজের সেরাটা দিই। ৬০০-৭০০ রান করেই বা কী হবে, যদি তাতে যদি ট্রফি না জিততে পারি।"

২০১৯ বিশ্বকাপে সর্বাধিক স্কোরার হওয়ার পরও দলকে ট্রফি জেতাতে পারেননি রোহিত। তারপর বদলে ফেলেছেন নিজের খেলারা ধরন। এখন আর বড় ইনিংসের দিকে সেভাবে ভারত অধিনায়ক বলছেন, "২০১৯ বিশ্বকাপ আমাকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। আপনি যদি ফাইনালে না ওঠেন বা দলকে ট্রফি জেতাতে না পারেন, তাহলে ৫০০-৬০০ রান করে কী লাভ? এটা হয়তো ব্যক্তিগতভাবে আমার জন্য ভালো। কিন্তু দলের জন্য নয়।" নিজের মন্তব্যের পিছনে যুক্তি খাঁড়া করতে হিটম্যান বলেন, যে মরশুমগুলিতে মুম্বই ট্রফি জিতেছে, সেই মরশুমগুলোতে মুম্বইয়ের কোনও ব্যাটার অরেঞ্জ ক্যাপ পায়নি। রোহিতের বক্তব্য, নিজের রেকর্ডের কথা না ভেবে জেতার জন্য খেললে তবেই ট্রফি জেতা যায়।

মজার কথা হল, রোহিতের সমকালীন আর এক মহাতারকা বিরাট কোহলি বরাবর আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম সারিতে থাকেন। একাধিক মরশুমে তিনি সাতশোর বেশি রান করেছেন। অথচ তাঁর দল আরসিবি একবারও ট্রফি জেতেননি। রোহিত কি ঘুরিয়ে কোহলিকেই নিশানা করলেন? রোহিত এবং কোহলি অবশ্য ভালো বন্ধু। নিশ্চিতভাবেই রোহিত কাউকে নিশানা করেননি। তিনি শুধু নিজের ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়ে গেলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোহিত শর্মা আর অধিনায়ক নন।
  • রোহিত শর্মা আর আইপিএলে সর্বাধিক রান স্কোরারদের তালিকায় উপরের সারিতেও থাকেন না।
  • যা নিয়ে সোশাল মিডিয়ায় এমনকী প্রাক্তনদের কাছে কটাক্ষ শুনতে হয়।
Advertisement