shono
Advertisement

রাজস্থান ম্যাচে রোহিতকে 'অবৈধ' সুবিধা আম্পায়ারের! ফের নেটিজেনদের নিশানায় মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স যে আম্পায়ারদের থেকে বাড়তি সুবিধা পায়, সেই অভিযোগ নতুন নয়।
Published By: Subhajit MandalPosted: 12:48 PM May 02, 2025Updated: 12:48 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আইপিএলে অবৈধভাবে সুবিধা পেল মুম্বই ইন্ডিয়ান্স! বৃহস্পতিবার রাজস্থান-মুম্বই ম্যাচের একটি ফুটেজ ঘিরে এমনই বিতর্ক সোশাল মিডিয়ায়। সমর্থকদের একাংশের দাবি, ডিআরএস নেওয়ার সময় আম্পায়ারের থেকে অবৈধ সুবিধা পেয়েছেন রোহিত শর্মা।

Advertisement

ঠিক কী হয়েছিল? প্রথমে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৭ এবং দলগত ৯ রানের মাথাতেই 'আউট' হয়ে যান রোহিত। মুম্বই ওপেনারকে এলবিডব্লুউ দেন অনফিল্ড আম্পায়ার। সেই সিদ্ধান্ত রিভিউ করা উচিত হবে কিনা, প্রথমে নিশ্চিত ছিলেন না হিটম্যান। ওপর প্রান্তের ওপেনার রায়ান রিকলটনের সঙ্গে আলোচনার পর তাঁর পরামর্শেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন রোহিত। সমস্যা হল, রিভিউয়ের সিগন্যাল যখন হিটম্যান দেখালেন ততক্ষণে রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড সময় শেষ হয়ে গিয়েছে। অন্তত টেলিভিশনে যে রিভিউ টাইমার দেখানো হয়েছিল তা দেখে সমর্থকদের তেমনটাই মনে হয়েছে।

নিয়ম অনুযায়ী অনফিল্ড আম্পায়ারের কোনও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে হলে সেটা আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার ১৫ সেকেন্ডের মধ্যে করতে হয়। কিন্তু রোহিত যে সময় রিভিউয়ের জন্য সিগন্যাল দেখান, সেসময় টাইমারে শূন্য হয়ে গিয়েছিল। এক ঝলকে মনে হয়েছে, হয় রোহিত নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সিগন্যাল দিয়েছেন, নাহয় সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। যাই হোক, আম্পায়ার ওই রিভিউ গ্রহণ করেন। রিভিউয়ের পর দেখা যায় রোহিত আউট ছিলেন না। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে রোহিতকে নট আউট দেন। পরে হিটম্যান ৫৩ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন।

নেটিজেনদের দাবি, রোহিতকে যেভাবে ডিআরএস নেওয়ার সুযোগ দেওয়া হল সেটা অবৈধ। আম্বানিদের দল হওয়ার দরুণ মুম্বই ইন্ডিয়ান্স যে আম্পায়ারদের থেকে বাড়তি সুবিধা পায়, সেই অভিযোগ নতুন নয়। এবারও সেই একই অভিযোগ উঠছে। যদিও এ নিয়ে সরকারিভাবে আইপিএল কর্তৃপক্ষের কাছে কেউ অভিযোগ করেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনফিল্ড আম্পায়ারের কোনও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে হলে সেটা আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার ১৫ সেকেন্ডের মধ্যে করতে হয়।
  • রোহিত যে সময় রিভিউয়ের জন্য সিগন্যাল দেখান, সেসময় টাইমারে শূন্য হয়ে গিয়েছিল।
  • এক ঝলকে মনে হয়েছে, হয় রোহিত নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সিগন্যাল দিয়েছেন, নাহয় সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে।
Advertisement