সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বোমা বিস্ফোরণের হুমকি মেল জয়পুরের স্টেডিয়ামে। এই নিয়ে এক সপ্তাহে তিনবার হুমকি সওয়াই মানসিং স্টেডিয়ামের বড়সড় ক্ষতি করার। তারপরই নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। কিন্তু সেই সঙ্গে একটা প্রশ্নও উঠছে। যে স্টেডিয়াম এতবার হুমকির মুখে পড়ছে, সেখানে আইপিএলের ম্যাচ হবে। তবু কেন ব্রাত্য ইডেন?
এর আগে ৮ মে জয়পুরের স্টেডিয়াম বোমা রাখা রয়েছে বলে একটি হুমকি ইমেল আসে। ওই ইমেলে লেখা ছিল, ‘অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে এই স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।’ হুমকি দিয়ে আরও বলা হয়েছে, ‘পারলে সকলকে বাঁচান।’ তারপর ১২ মে ফের একই ধরনের মেল আসে। আর বুধবার সকালে তৃতীয়বার সওয়াই মানসিং স্টেডিয়ামে ফের বোমার হুমকি।
তারপরই জয়পুরের স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। রাজস্থান স্পোর্টস কাউন্সিলের সভাপতি নীরজ কে পবন বলেন, "মনে হচ্ছে এই মেলটি কোনও বিকৃত মস্তিষ্কের ব্যক্তি পাঠিয়েছে। এটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছি না। কিন্তু আগেও দুটি একই ধরনের হুমকি এসেছে। যদিও এবারের মেলে মোবাইল নম্বর রয়েছে। আমরা পুলিশকে তদন্তের জন্য সেটা তুলে দিয়েছি।"
কিন্তু ভুয়ো হলেও একই স্টেডিয়ামে একাধিকবার বোমাতঙ্ক নিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ দ্বিতীয় দফার আইপিএলে এই স্টেডিয়ামে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হবে। এমনকী রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে প্লে অফের ম্যাচও পড়তে পারে। অথচ সেই 'ব্রাত্য'ই থেকে যাচ্ছে ইডেন গার্ডেন্স। যেখানে প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিল। বোমাতঙ্ক নিয়ে জয়পুরে এতগুলো ম্যাচ হবে, অথচ ইডেন বঞ্চিত কেন, সেই প্রশ্ন তুলছেন অনেকে। তবে ইডেনেও বোমাতঙ্ক হয়েছিল। কিন্তু তারপরও যথেষ্ট সাবধানতার সঙ্গে কেকেআর-সিএসকে হাইভোল্টেজ ম্যাচ হয়েছিল।
