সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও সেঞ্চুরি, কখনও শূন্য। ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে নিয়ে প্রবল চর্চা ক্রিকেট মহলে। আর তার নিজের নজর কোন দিকে? না, সেটা সতীর্থের ব্যাটের দিকে। আরও ব্যাট চাই, নীতীশ রানার কাছে রীতিমতো 'বায়না' জুড়ে দিলেন বৈভব। উত্তরে কিশোর ক্রিকেটারের বয়সের প্রসঙ্গ টেনে খোঁচা মারতেও ছাড়লেন না নীতীশ।
রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে নামবে রাজস্থান রয়্যালস। প্লে অফের লড়াই থেকে তাদের 'ছুটি' হয়ে গেলেও নাইটদের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ। তাছাড়া গত ম্যাচে শূন্য করার পর বৈভব কীভাবে কামব্যাক করে, সেটাও নজরে থাকবে। অবশ্য বৈভবের নজর নীতীশ রানার ব্যাটের দিকে। রাজস্থান রয়্যালসের ভিডিওয় দুজনের কথোপকথন দেখে মজাই পাচ্ছেন নেটিজেনরা।
সেখানে নীতীশ বলেন, "তোমাকে আমি পাঁচটা ব্যাট দেব। কিন্তু তারপর যেন তোর ব্যাটের সংখ্যা ১৪-র বেশি না হয়..." উত্তরে বৈভব বলে, "না, আমার একটাই ব্যাট চাই। যদি তাতে আমার বয়সের থেকে বেশি হয়ে গেলে, তুমি যাকে বলবে তাকেই ব্যাট দিয়ে দেব।" পালটা রানা বলেন, "আমার ব্যাট, আমি কী করব আমার ব্যাপার। তোকে দেব কেন?" সঙ্গে বলেন, "তোর কাছে ১০টা ব্যাট আছে না? ১০টা ব্যাট মানে অনেক কিন্তু। এত ব্যাট তো বিরাট ভাইয়ের কাছেও নেই।"
এমনিতে বিরাটের ব্যাট নিয়ে 'কাড়াকাড়ি' কম নেই। গত বছর রিঙ্কু সিং দুটো ব্যাট নিয়েছিলেন। এবার যেমন টিম ডেভিড একটা ব্যাট 'চুরি' করেছিলেন। অন্যদিকে বৈভবকে নিয়ে প্রবল চর্চা। ১৪ বছর বয়সেই সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়েছেন। তবে আগের ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। নাইটদের বিরুদ্ধে কি বৈভবের ব্যাট চলবে?
