shono
Advertisement
IPL 2025

'ভাঙা' পায়ে রাজস্থানের প্র্যাকটিসে কোচ দ্রাবিড়, 'আদর্শ' দাবি করেও দেখা নেই ক্যাপ্টেন সঞ্জুর

'রাহুল স্যরের থেকে শেখার কোনও শেষ নেই', বলছেন সঞ্জু।
Published By: Arpan DasPosted: 01:33 PM Mar 15, 2025Updated: 04:47 PM Mar 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরু হতে আর সপ্তাহ খানেক বাকি। কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দেননি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। অন্যদিকে 'ভাঙা' পা নিয়েও রাজস্থানে যোগ দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। যা সাধারণ ভক্তরা ভূয়সী প্রশংসা করছেন। কিন্তু দ্রাবিড়কে 'আদর্শ' মনে করেন জানালেও দলে যোগ দেননি সঞ্জু।

Advertisement

আঙুলে চোটের ফলে অস্ত্রোপচার হয় তাঁর। তারপর ক্রিকেট মাঠে ফেরেননি। আর সেই কারণেই বিলম্ব হচ্ছে সঞ্জুর। শোনা যাচ্ছে ব্যাটিং করতে পারলেও, উইকেট করতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্ন। সেক্ষেত্রে বিকল্প হতে পারেন ধ্রুব জুরেল। কিন্তু অধিনায়ক সঞ্জুকে নিয়ে উদ্বেগ কমছে না।

এর মধ্যে ভক্তদের নজর কেড়েছে রাহুল দ্রাবিড়ের দায়বদ্ধতা। কিছুদিন আগে পায়ে গুরুতর চোট লাগে তাঁর। ক্রাচ নিয়েও রাজস্থানের প্র্যাকটিসে হাজির হয়েছেন কোচ। যাঁকে কিনা আদর্শ মানেন সঞ্জু। সম্প্রতি একটি সম্প্রচারকারী সংস্থায় সঞ্জু বলেন, "আমার মনে আছে, রাহুল স্যরই আমাকে প্রথম ট্রায়াল থেকে স্পট করেছিলেন। সেই সময় রাহুল স্যর টিমের অধিনায়ক ছিলেন। আর আমি তখন তরুণ এক প্রতিভা মাত্র। আমার খেলা দেখে উনি বলেছিলেন, তুমি আমার দলের হয়ে খেলবে? ভাবলে এখনও কেমন অদ্ভুত লাগে। স্বপ্নের মতো মনে হয়। আজ আমি রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছি। রাহুল স্যর এত বছর পর আবার রাজস্থানের কোচ হয়ে ফিরে এসেছেন। দারুণ অনুভূতি হচ্ছে।"

সঞ্জকে জিজ্ঞাসা করা হয়, দ্রাবিড়কে কখনও তিনি ক্লান্ত হয়ে পড়তে দেখেছেন কি না? জবাবে রাজস্থান অধিনায়ক বলে দিয়েছেন, "কখনও না। আর সেটাই বোঝায় ক্রিকেটকে কতটা ভালোবাসেন উনি। ক্রিকেটের প্রতিটা সেটা রাহুল স্যরের শ্রদ্ধার্ঘ্যও বলতে পারেন। ওঁকে আমি রোদে ঠায় দাঁড়িয়ে দিনের পর দিন ট্রেনিং সামলাতে দেখেছি। দেখেছি, ব্যাট নিয়ে শ্যাডো করতে। রাহুল স্যরের থেকে শেখার কোনও শেষ নেই।" যদিও চোট নিয়ে দ্রাবিড় অনুশীলনে হাজির হলেও সঞ্জু কবে আসছেন জানা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল শুরু হতে আর সপ্তাহ খানেক বাকি। কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দেননি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।
  • অন্যদিকে ভাঙা পা নিয়েও রাজস্থানে যোগ দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
  • যা সাধারণ ভক্তরা ভূয়সী প্রশংসা করছেন। কিন্তু দ্রাবিড়কে 'আদর্শ' মনে করেন জানালেও দলে যোগ দেননি সঞ্জু।
Advertisement