shono
Advertisement
PBKS

'প্রথম দুইয়ে থাকবই', দু'মাস আগেই 'ভবিষ্যদ্বাণী' পাঞ্জাব তারকার, ভাইরাল পুরনো ভিডিও

'ভবিষ্যদ্বাণী' সত্যি হওয়ার পর নতুন করে কী জানালেন পাঞ্জাব কিংসের ক্রিকেটার?
Published By: Arpan DasPosted: 10:39 AM May 27, 2025Updated: 10:39 AM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, কথা রাখলেন। পাঞ্জাব কিংস আইপিএল প্লে অফের প্রথম দুই নিশ্চিত করতেই ফের ভাইরাল শশাঙ্ক সিংয়ের পুরনো পডকাস্ট। যেখানে তিনি বলেছিলেন, পাঞ্জাব প্রথম দুইয়ে শেষ করবেই। আর মুম্বই হারিয়ে সেটা সত্যিও করল প্রীতি জিন্টার দল। শশাঙ্কের 'ভবিষ্যদ্বাণীর' ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করল পাঞ্জাব কিংসও।

Advertisement

আইপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুম্বইকে ৭ উইকেটে হারান শ্রেয়স আইয়াররা। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট তাঁদের। আপাতত লিগ টেবিলের শীর্ষে। মঙ্গলবার আরসিবি হেরে গেলে, ফার্স্ট বয় হিসেবেই থাকবে তারা। আর কোহলিরা জিতলেও প্রথম দুই থেকে সরানো যাবে না পাঞ্জাবকে। শ্রেয়সের নেতৃত্বে ১১ বছর পর প্লে অফে উঠল তারা।

কিন্তু শুধু প্লে অফে ওঠা নয়, প্রথম দুইয়ে যে পাঞ্জাব থাকবেই, তা আগেভাগেই জানিয়ে রেখেছিলেন শশাঙ্ক।। একটি পডকাস্টে তিনি বলেছিলেন, "আমি পাঞ্জাবে খেলি বলে বলছি না। তবে পাঞ্জাব এবার প্রথম চারে তো থাকবেই। প্রথম দুইয়ে থাকবে। লিগ টেবিলের শীর্ষেও থাকব আমরা। যেদিন ১৪তম ম্যাচ হবে, সেদিন আমার এই পডকাস্টটা আবার চালিয়ে দেবেন।" জবাবে সঞ্চালক বলেছিলেন, যদি সেটা নাহয়, তাহলে কিন্তু খোঁচা দেওয়া হবে। পালটা আত্মবিশ্বাসের সঙ্গে শশাঙ্কের উত্তর ছিল, "একদম। অবশ্যই করবেন।"

সেই 'ভবিষ্যদ্বাণী' সত্যি হয়েছে। আর প্রথম দুই নিশ্চিত করার পর নতুন করে পাঞ্জাব কিংসকে শশাঙ্ক বলছেন, "আমরা সবসময় বিশ্বাস করেছিলাম যে এটা সম্ভব। আমি জানি, আমি কী বলেছিলাম। তারপর শ্রেয়সের সঙ্গে কথাও বলি। ও আমাকে জিজ্ঞেস করেছিল, বিশ্বাস করা আর করে দেখানোর মতো পার্থক্য কোথায়? আগে আমি শুধু বিশ্বাস করেছিলাম। এখন করে দেখিয়েছি।" এমনকী পুরনো সাক্ষাৎকারে শশাঙ্ক বলেছিলেন যে, পাঞ্জাব, মুম্বই, আরসিবি আর হায়দরাবাদ প্রথম চারে থাকবে। সেখানে শুধু হায়দরাবাদ ছাড়া বাকি তিনটি দলই প্লে অফের যোগ্যতা অর্জন করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কথা দিয়েছিলেন, কথা রাখলেন। পাঞ্জাব কিংস আইপিএল প্লে অফের প্রথম দুই নিশ্চিত করতেই ফের ভাইরাল শশাঙ্ক সিংয়ের পুরনো পডকাস্ট।
  • যেখানে তিনি বলেছিলেন, পাঞ্জাব প্রথম দুইয়ে শেষ করবেই। আর মুম্বই হারিয়ে সেটা সত্যিও করল প্রীতি জিন্টার দল।
  • শশাঙ্কের 'ভবিষ্যদ্বাণীর' ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করল পাঞ্জাব কিংসও।
Advertisement