shono
Advertisement
IPL 2025

যুদ্ধ আবহে আইপিএলে বন্ধ হোক চিয়ারলিডারদের নাচ, দেশকে সম্মান জানাতে আর্জি গাভাসকরের

দ্বিতীয় দফার আইপিএলে আর কী পরিবর্তন চান গাভাসকর?
Published By: Arpan DasPosted: 01:16 PM May 14, 2025Updated: 01:16 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৯ দিন বন্ধ থেকে ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তৈরি বিসিসিআইও। কিন্তু দ্বিতীয় দফার আইপিএলে বেশ কিছু পরিবর্তন চান গাভাসকর। সাম্প্রতিক সময়ে ভারত যে ঘটনাবলির সাক্ষী থেকেছে, তাতে আইপিএল কর্তৃপক্ষকেও নড়েচড়ে বসতে বলছেন গাভাসকর।

Advertisement

ঠিক কী চাইছেন গাভাসকর? তাঁর বক্তব্য, "আমি চাই, সাম্প্রতিক সময়ে যা ঘটেছে এবং বহু মানুষের মৃত্যু ঘটেছে, তাতে আইপিএলে কোনও গান না বাজুক। ওভারের মাঝখানে ডিজে'দের ওই উল্লাস বন্ধ হোক। খেলা চলুক খেলার মতো। দর্শকরা আসুক। কিন্তু শুধু ক্রিকেটটাই থাকুক। চিয়ারলিডারদের নাচ যেন না থাকে। বহু মানুষের আবেগকে এভাবেই সম্মান জানানো হোক।"

২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গিহানায় ২৬ জন নিরীহ নাগরিক নিহত হন। ভারতও চুপ করে বসে থাকেনি। ৭ মে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় পাক ও পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি। মাঝে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। অবশ্য সংঘর্ষবিরতির পর জোরকদমে চলছে টুর্নামেন্ট শুরুর প্রস্তুতি। গাভাসকর বলছেন, "যুদ্ধের আবহে কোনও খেলা চলতে পারে না। কিন্তু এখন যেহেতু সংঘর্ষবিরতি চলছে। তাই টুর্নামেন্ট শুরু করাই যায়।"

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গিহানার পর আইপিএলের ম্যাচে চিয়ারলিডারদের নাচ ও আতসবাজি বন্ধ রাখা হয়েছিল। হায়দরাবাদ-মুম্বই ম্যাচের আগে নীরবতা পালনও করা হয়। অপারেশন সিঁদুরের পর সেনা জওয়ানদের অভিযানের বীরগাথাকে অভিনব সম্মান জানানো হয় আইপিএলের মঞ্চেও। ইডেনে কেকেআর-সিএসকে ম্যাচ শুরুর আগে দুই দল ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছিল। স্ক্রিনগুলিতেও বার্তা হিসাবে দেখানো হয়েছিল, 'ভারতীয় সেনার জন্য আমরা গর্বিত।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় ৯ দিন বন্ধ থেকে ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
  • তৈরি বিসিসিআইও। কিন্তু দ্বিতীয় দফার আইপিএলে বেশ কিছু পরিবর্তন চান গাভাসকর।
  • সাম্প্রতিক সময়ে ভারত যে ঘটনাবলির সাক্ষী থেকেছে, তাতে আইপিএল কর্তৃপক্ষকেও নড়েচড়ে বসতে বলছেন গাভাসকর।
Advertisement