shono
Advertisement
IPL 2025

বৃষ্টির অজুহাতে কলকাতায় কোয়ালিফায়ারে 'না', অঝোর বর্ষণে আহমেদাবাদে বিঘ্নিত সেই ম্যাচই

বহুক্ষণ ম্যাচই শুরু করা যায়নি সেখানে।
Published By: Prasenjit DuttaPosted: 09:36 PM Jun 01, 2025Updated: 09:51 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের সূচি অনুযায়ী আইপিএলের প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু নতুন সূচিতে ‘বঞ্চিত’ কলকাতা। কোয়ালিফায়ার ম্যাচ তো বটেই, ইডেন থেকে সরে গিয়েছে ফাইনালও। ঘটনাচক্রে কোয়ালিফায়ার ২ ইডেন থেকে বৃষ্টির দোহাই দিয়ে সরিয়ে আনা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রকৃতির পরিহাস এমনই যে, সেখানেও ম্যাচ আয়োজনে থাবা বসিয়েছে বসিয়েছে বৃষ্টি। দু'ঘণ্টার উপরে সেখানে ম্যাচই শুরু করা গেল না।

Advertisement

রবিবার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ঘন ঘন বৃষ্টি হয়েছে। বৃষ্টি প্রকোপ বিশাল না হলেও একটানা বৃষ্টির ফলে দীর্ঘক্ষণ শুরু করা যায়নি ম্যাচ। উল্লেখ্য, কোয়ালিফায়ার ম্যাচের আগের দিনও বৃষ্টিতে পাঞ্জাব কিংসের অনুশীলনে ব্যাঘাত ঘটে। এদিনও বৃষ্টির পূর্বাভাস ছিল।

তবে, নির্ধারিত সময়েই টস হয়। মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। মাঝে বৃষ্টি থামে। মাঠকর্মীরা কভারও সরিয়ে নেন। কিন্তু আবারও বৃষ্টি নামায় ফের তাঁরা মাঠের বর্ষাতি ফিরিয়ে আনেন। পিচও ঢেকে রাখা হয়। 

এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? কেনই বা বাংলার ক্রিকেটপ্রেমী মানুষকে বঞ্চিত করা হল? সম্প্রতি বিসিসিআই আর আইপিএল গভর্নিং কমিটির বৈঠকের পর জানা গিয়েছিল, আবহাওয়ার কারণে কলকাতা থেকে ম্যাচ সরে গিয়েছে। এরপর বিতর্ক থামবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অবশেষে বৃষ্টি কমায় ২ ঘণ্টা ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর রাত ৯.৪৫ নাগাদ শুরু হয় খেলা। যদিও এরজন্য কোনও ওভার কমেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেন থেকে বৃষ্টির দোহাই দিয়ে সরিয়ে আনা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
  • প্রকৃতির পরিহাস এমনই যে, সেখানেও ম্যাচ আয়োজনে থাবা বসিয়েছে বসিয়েছে বৃষ্টি।
  • রবিবার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ঘন ঘন বৃষ্টি হয়েছে।
Advertisement