shono
Advertisement
Vaibhav Suryavanshi

কম বয়সে শতরানের রেকর্ড! বৈভব এবার আইপিএলে পুরস্কারের দৌড়েও, লড়াইয়ে কারা?

৩৫ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিল বিহারের এই ক্রিকেটার।
Published By: Prasenjit DuttaPosted: 04:21 PM Jun 03, 2025Updated: 04:21 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন তারকা বৈভব সূর্যবংশী। আইপিএলে বিধ্বংসী সেঞ্চুরি করে চর্চায় উঠে এসেছে ১৪ বছরের কিশোর। আজই সমাপ্তি ঘটতে চলেছে এই মেগা টি-টোয়েন্টি লিগের। আর এখন পুরস্কার জেতার লড়াইয়ে সবার আগেই রয়েছে বিহারের এই 'বিস্ময় প্রতিভা'। তাছাড়াও লড়াইয়ে রয়েছেন আরও অনেকেই।

Advertisement

এবারের আইপিএলে সাত ম্যাচে সুযোগ পেয়েছে বৈভব। সব মিলিয়ে তার নামের পাশে ২৫২ রান। গড় ৩৬। ২০৬.৫৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছে ১৪ বছরের এই তারকা। আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেক করে নজির গড়ে বৈভব। নিজের অভিষেক ম্যাচের প্রথম বলে বিশাল ছক্কা হাঁকিয়েও রেকর্ড বুকে নাম তোলে বাঁ-হাতি এই ক্রিকেটার। এখানেই শেষ নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ডও তার নামের পাশে।

জানা গিয়েছে, আইপিএল ইমার্জিং অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে সবার আগে বৈভব। গুজরাট টাইটান্সের বিপক্ষে তার ৩৮ বলে ১০১ রানের ইনিংস এখনও চর্চায়। ইনিংসটি সাজানো ছিল ১১টি ছক্কা এবং ৭টি চার দিয়ে। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে সে। এরপর রীতিমতো তারকা বনে যাওয়া বৈভব এখন এই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার। 

আইপিএল উদীয়মান খেলোয়াড় পুরস্কার সেইসব তরুণ ক্রিকেটারদের দেওয়া হয়, যারা ১ এপ্রিল ১৯৯৯ বা তার পরে জন্মেছেন। সেক্ষেত্রে আরও একটা মানদণ্ড রয়েছে। এখানে দেখা হয়, কোনও ক্রিকেটার ৫টির বেশি টেস্ট বা ২০টি ওয়ানডে খেলেছেন কিনা। দেখা হয়, মরশুম শুরুর আগে ২৫টির কম আইপিএল ম্যাচ খেলেছে কিনা সে। তবে এর আগেও এই পুরষ্কার জেতা চলবে না। বৈভবের জন্ম ২০১১ সালের ২৭ মার্চ। তাছাড়াও বাকি ক্ষেত্রেও সে সমস্ত মানদণ্ড পূরণ করে ফেলছে।

যদিও এই পুরস্কারের ক্ষেত্রে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী আয়ুষ মাত্রে এবং সাই সুদর্শন। ২৩ বছরের সুদর্শন ১৫ ম্যাচে ৭৫৯ রান করে ইতিমধ্যেই কমলা টুপির লড়াইয়ে সবার উপরে রয়েছেন। গুজরাটকে প্লে অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাই বৈভবকে টক্কর দিতে পারেন তিনিও। তাছাড়াও লড়াইয়ে রয়েছেন প্রিয়াংশ আর্য, বিপরাজ নিগমও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন তারকা বৈভব সূর্যবংশী।
  • আইপিএলে বিধ্বংসী সেঞ্চুরি করে চর্চায় উঠে এসেছে ১৪ বছরের কিশোর।
  • এখন আইপিএলে পুরস্কার জেতার লড়াইয়ে সবার আগেই রয়েছে বিহারের এই 'বিস্ময় প্রতিভা'।
Advertisement