সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন তারাদের উঠে আসার মঞ্চ হিসেবে ধরা হয় আইপিএলকে (IPL 2025)। এবার যেমন চর্চায় মুম্বই ইন্ডিয়ান্সের স্পিনার ভিগ্নেশ পুথুর (Vignesh Puthur)। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট তোলার পর ধোনির প্রশংসাও পান ২৪ বছর বয়সি ক্রিকেটার। কিন্তু কী বলেছিলেন মাহি? সেটা ফাঁস করলেন ভিগ্নেশের বাবা।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত অভিষেকই হয়নি ভিগ্নেশের। বাড়ি কেরলের মল্লপুরম জেলায়। বাবা পেশায় অটোচালক। কুলদীপ যাদবের মতো তিনিও বাঁহাতি রিস্ট স্পিনার। এককথায় চায়নাম্যান বোলার। ফলে তাঁর লেগ স্পিন বা গুগলি, দুটোই ব্যাটারদের সমস্যায় ফেলে। সেভাবেই ফাঁদে ফেলে ভিগ্নেশ আউট করেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে ও দীপক হুডাকে। মুম্বই ম্যাচ হারলেও চর্চায় উঠে আসে তাঁর নাম।
ম্যাচের পর দেখা যায় ধোনির (MS Dhoni) সঙ্গে কথা বলছেন ভিগ্নেশ। বেশ কয়েকবার মুম্বই বোলারের পিঠ চাপড়ে দিলেন মাহি। কী কথা হয়েছিল, সেটা জানার আগ্রহ ক্রিকেটভক্তদের। এমনকী কৌতূহল চেপে রাখেননি ভিগ্নেশের বাবা শ্রীরাগও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "বাবা-মায়ের জানার অধিকার তো সবার আগে থাকা উচিত। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ধোনি কী বলেছেন? ধোনি জিজ্ঞেস করেছিলেন ওর বয়স কত? তারপর বলেন, যে প্রতিভার জন্য আইপিএলে সুযোগ পেয়েছে, সেটাই যেন করতে থাকে।"
প্রচারের আলো সত্ত্বেও শ্রীরাগ ইতিমধ্যেই ভিগ্নেশকে নিয়ে সাবধান হতে শুরু করেছেন। তিনি বলেন, "এই মুহূর্তে দাঁড়িয়ে মাটিতে পা রেখে চলা দরকার। আমিও ওকে সেটাই বলেছি। হঠাৎ নামডাক হওয়া আর টাকা, ক্রিকেটারদের কী করতে পারে সেটা দেখেছি। আগে বিনোদ কাম্বলিকে দেখেছি, এখন পৃথ্বী শ-কে দেখছি। একটা ম্যাচ দিয়ে ভালোমন্দ বিচার করা যায় না।" পুথুর নিজেও বলছেন, "এরকম বড় প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পাব, তা জীবনে ভাবতে পারিনি।"