shono
Advertisement
Vaibhav Suryavanshi

'ক্রিকেটে বয়স ভাঁড়ানো হয়', অলিম্পিকে পদকজয়ী বিজেন্দরের নিশানায় কি বৈভব?

কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে নজির গড়েছে বিহারের এই ক্রিকেটার।
Published By: Prasenjit DuttaPosted: 04:28 PM May 01, 2025Updated: 04:28 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৫ বলে অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকিয়ে এখন রীতিমতো চর্চায় ১৪ বছরের বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাজস্থানকে জিতিয়ে ভাসছেন শুভেচ্ছার বন্যায়। কিন্তু 'প্রশংসা সুখে'র মাঝেও এক মণ দুধে একফোঁটা চোনার মতো ব্যাপার ঘটছে বৈভবের সঙ্গে। উঠছে বয়স ভাঁড়ানোর অভিযোগ। আর এবার এই তালিকায় যোগ বক্সার বিজেন্দর সিংয়ের। তিনি এক্স হ্যান্ডেলে ক্রিকেটারদের বয়স ভাঁড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন। 

Advertisement

অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ীর কথায়, 'আজকাল তো দেখছি ক্রিকেটাররাও তাদের বয়স কমাতে শুরু করেছে।' এমন পোস্ট দেখে অনেকেরই ধারণা, বিজেন্দর হয়তো বৈভব সূর্যবংশীর দিকেই আঙুল তুলেছেন। উল্লেখ্য, বয়স ভাঁড়ানো নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে বিসিসিআই। তা সত্ত্বেও হঠাৎ কেন ক্রিকেট নিয়ে মজলেন এই তারকা বক্সার, তা নিয়েও প্রশ্ন থাকছে। 

এক নেট নাগরিক তো সরাসরি প্রশ্ন করে বসেন, 'আপনি কি বৈভবের কথা বলছেন?' আরেক নেটিজেনের কথায়, 'এই বৈভব যদি বয়স জালিয়াতি করেও থাকে, তাহলেও তার বয়স হবে ১৫ কী ১৬। ১৫-১৬ বছর বয়সেও এমন পাওয়ার হিটিং চারটিখানি কথা নয়।' বিতর্ক এখানেই শেষ নয়। একজন তো আবার বৈভবের এক সাক্ষাৎকারের পুরনো ভিডিও পোস্ট করে দাবি করেছেন, 'বয়স লুকিয়ে খেলছে বৈভব।' কেউ কেউ আবার এ ব্যাপারে বিসিসিআইয়ের তদন্ত চেয়েছেন। 

উল্লেখ্য, মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে কনিষ্ঠতম হিসাবে টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছে। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানও এখন তার নামের পাশে। বৈভবের সামনে এখন শুধুমাত্র ক্রিস গেইল। ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন 'ইউনিভার্সাল বস'। গতবছর আইপিএল নিলাম থেকেই বিহারের বৈভবের রেকর্ড গড়ার যাত্রা শুরু। কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএল নিলামে দল পেয়েছিল সে। আইপিএল মহানিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে তার। আইপিএল জীবনের শুরুটাই করেছে ছক্কা হাঁকিয়ে। কিশোর বৈভবের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে গোটা ক্রিকেটমহল। যদিও এসবের মধ্যেও 'বিরূপ' মন্তব্য করে বসলেন বিজেন্দর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩৫ বলে অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকিয়ে এখন রীতিমতো চর্চায় ১৪ বছরের বৈভব সূর্যবংশী।
  • গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাজস্থানকে জিতিয়ে ভাসছেন শুভেচ্ছার বন্যায়।
  • কিন্তু 'প্রশংসা সুখে'র মাঝেও এক মণ দুধে একফোঁটা চোনার মতো ব্যাপার ঘটছে বৈভবের সঙ্গে।
Advertisement