সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টে ভারতের হারের চুলচেরা বিশ্লেষণ এখনও চলছে। কী করলে কী হত, সেই আলোচনা থামেনি। যেমন, চতুর্থ দিনে জশপ্রীত বুমরাহকে দিয়ে আরও বল করানো যেত কি না, সেই চর্চাও হচ্ছে। এমনকী, এরকম মন্তব্য প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান করেছেন বলেও প্রচার করা হচ্ছে। কিন্তু পাঠান জানিয়ে দিলেন, তিনি এরকম কোনও মন্তব্য করেননি।
এক্স হ্যান্ডলে পাঠান স্পষ্ট জানিয়েছেন, তাঁর নামে মিথ্যাচার হচ্ছে। এই ধরনের 'ভুয়ো খবর' বন্ধ করার জন্য তৎপর হয়ে উঠছেন তিনি। কিন্তু ঠিক কী ঘটেছিল? পাঠানের মতে, একাধিক সংবাদমাধ্যমে বলা হয়, তিনি নাকি বলেছেন, চতুর্থ দিনে বুমরাহর আরও বল করা উচিত ছিল। বিশেষ করে যখন জো রুট ব্যাট করছিলেন। তিনি নাকি আরও বলেছিলেন, পঞ্চম দিনে ইংল্যান্ড যে পদ্ধতি নিয়েছিল, সেখান থেকে ভারতের শেখা উচিত। কারণ, কেএল রাহুলের সামনে টানা ৯ ওভারের স্পেল করেছিলেন বেন স্টোকস।
কিন্তু পাঠানের সাফ দাবি, তিনি এরকম কিছু বলেননি। এক্স হ্যান্ডলে পাঠান লিখেছেন, 'যদি বুমরাহ আরও বল করতে চাইত বা জো রুট ব্যাট করতে আসার পর অধিনায়ককে অনুরোধ করত, আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট বা দলের কেউ ওকে থামাত। ফলে এরকম ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। আমি টিম ইন্ডিয়াকে এই নিয়ে প্রশ্ন করিনি।'
আসলে বুমরাহকে নিয়ে অন্য একটা সমস্যাও আছে। তাঁর 'ওয়ার্কলোডে'র জন্য কোন ম্যাচ খেলানো হবে, কোন ম্যাচ হবে না, সেই নিয়ে প্রশ্ন আছে। এর উপর যদি ম্যাচের মধ্যেও গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে 'ওয়ার্কলোড' মাথায় রেখে বল করানো হয়, তাহলে বিতর্ক আরও বাড়বে। পাঠানের নামে যে সমালোচনা বেরিয়েছিল, তাতে সেই বিতর্ক তৈরি হওয়ার সুযোগ ছিল। সম্ভবত, সেই কারণেই পাঠান নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন।
