shono
Advertisement

Breaking News

India team

যশস্বীকে হোটেলে ফেলেই বিমানবন্দরে রোহিতরা! ব্রিসবেনে দলের প্র্যাকটিসে থাকবেন জয় শাহ

শনিবার থেকে শুরু হবে ব্রিসবেন টেস্ট।
Published By: Anwesha AdhikaryPosted: 07:41 PM Dec 11, 2024Updated: 07:41 PM Dec 11, 2024

দেবাশিস সেন, অ্যাডিলেড: গোলাপি বলের টেস্টে হেরে কোণঠাসা ভারত। তার মধ্যেই ব্রিসবেনে পৌঁছে গেলেন জয় শাহ। জানা গিয়েছে, বৃহস্পতিবার মেন ইন ব্লুর প্র্যাকটিসে হাজির থাকবেন আইসিসি চেয়ারম্যান। বুধবার অ্যাডিলেড থেকে ব্রিসবেনে পৌঁছেছে টিম ইন্ডিয়া। তবে টিমের সঙ্গে বাসে দেখা যায়নি যশস্বী জয়সওয়ালকে।

Advertisement

১০ উইকেটে অ্যাডিলেড টেস্ট হারের পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারত। প্রশ্ন উঠছে রোহিত শর্মার ফর্ম এবং অধিনায়কত্ব নিয়ে। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররাই মেন ইন ব্লুর সমালোচনা করছেন। এহেন পরিস্থিতিতে বুধবার অ্যাডিলেড ছেড়ে ব্রিসবেনে পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু দলের সকলে হোটেল থেকে বিমানবন্দরে পৌঁছে গেলেও সেখানে যশস্বীর দেখা মেলেনি।

পরে শোনা যায়, নির্ধারিত সময়ের মধ্যে টিম বাস পর্যন্ত এসে পৌঁছতে পারেননি তরুণ ওপেনার। তাই যশস্বীকে বাদ দিয়েই বিমানবন্দরের উদ্দেশে পাড়ি দেয় টিম বাস। পরে নিরাপত্তা আধিকারিকের সঙ্গে বিমানবন্দরে আসেন যশস্বী। টিমের সঙ্গেই ব্রিসবেনে পৌঁছন তিনি। বুধবার বিকেলে ব্রিসবেনে নেমেছে ভারতীয় দল। আগামী কাল থেকে অনুশীলন শুরু করবে ভারত।

রোহিতদের প্র্যাকটিস দেখতে হাজির থাকবেন স্বয়ং জয় শাহ। বিসিসিআই সচিব থেকে সদ্য আইসিসি চেয়ারম্যান হয়েছেন তিনি। গত ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নিয়েছেন দুবাইয়ের অফিসে। বুধবার সেখান থেকেই তিনি পৌঁছে যান ব্রিসবেনে। জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিরাট কোহলিরা অনুশীলনে নামবেন। তার পরে প্র্যাক্টিস করবে অস্ট্রেলিয়াও। উল্লেখ্য, শনিবার থেকে শুরু হবে ব্রিসবেন টেস্ট। গাব্বায় জিতে কি সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে ভারত? অনুশীলনে আইসিসি চেয়ারম্যানের উপস্থিতি কি তাতিয়ে তুলবে মেন ইন ব্লুকে? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০ উইকেটে অ্যাডিলেড টেস্ট হারের পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারত।
  • বুধবার বিকেলে ব্রিসবেনে নেমেছে ভারতীয় দল। আগামী কাল থেকে অনুশীলন শুরু করবে ভারত।
  • স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিরাট কোহলিরা অনুশীলনে নামবেন। তার পরে প্র্যাক্টিস করবে অস্ট্রেলিয়াও।
Advertisement