সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে পাঁচ উইকেট তুলে 'অনার্স বোর্ডে' নাম তুলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতকে লড়াইয়ে রেখেছেন জশপ্রীত বুমরাহ। ভেঙে দিয়েছেন কিংবদন্তি কপিল দেবের রেকর্ড। এগুলো তো নিছক ক্রিকেটার বুমরাহর গল্প। তার বাইরেও তো ব্যক্তিগত অনুপ্রেরণার গল্প আছে তারকা পেসারের জীবনে। সেখানে অনুপ্রেরণার নাম তাঁর ছেলে অঙ্গদ। লর্ডসে পাঁচ উইকেট তুলে বুমরাহ জানালেন, ছেলে বড় হলে এই কীর্তির কথা শোনাবেন।
প্রথম দিনে বুমরাহ দখলে ছিল শুধু হ্যারি ব্রুকের উইকেট। দ্বিতীয় দিনে নতুন বলে বোঝালেন ‘জসসি য্যায়সা কই নেহি’। ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের উইকেট ছিটকে দিলেন। সেঞ্চুরি করা জো রুটকে আরও বিপজ্জনক হয়ে ওঠার পথ থেকে আটকালেন। তাঁকেও বোল্ড করলেন। ঠিক পরের বলেই ক্রিস ওকস ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ চলে এসেছিল। সব শেষে জোফ্রা আর্চারের স্টাম্পও উড়িয়ে দেন। সব মিলিয়ে ৭৪ রান দিয়ে তোলেন ৫ উইকেট।
দিনের শেষে সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলছেন, "যখন আমার ছেলে বড় হবে, তখন ওকে বলতে পারব, লর্ডসের অনার্স বোর্ডে আমার নাম আছে। অন্য জায়গাতেও আছে।" শুধু লর্ডস নয়, বিশ্বের যেখানেই নামেন, সেখানেই রেকর্ডের তালিকায় নাম ওঠে বুমরাহর। গতবছর বর্ডার গাভাসকর ট্রফিতে পারথে বুমরাহর নেতৃত্বে জেতে ভারত। তখনও বুমরাহ বলেছিলেন, বড় হলে পারথের ঐতিহাসিক জয়ের গল্প শোনাবেন। বুমরাহর কৃতিত্বে অঙ্গদের জন্য গল্পের ঝুলি ক্রমশ ভরে উঠছে।
বুমরাহর নিজের কাছে অবশ্য লর্ডসের অন্য একটি ম্যাচের স্মৃতি সবচেয়ে স্মরণীয়। ২০২১-এ লর্ডসে ভারত ১৫১ রানে জিতেছিল। সেখানে বুমরাহ ও শামি ৮৯ রানের পার্টনারশিপ করেছিলেন। সেই ম্যাচ নিয়ে বুমরাহ বলছেন, "ওটা আমার কাছে ইংল্যান্ডে সবচেয়ে স্মরণীয় ম্যাচ, আমি আর শামি ভাই ব্যাট করে ম্যাচ জিতিয়েছিলাম। পরে ৩-৪ উইকেট নিয়েছিলাম, ইংল্যান্ডকে ৬০ ওভারের মধ্যে আউট করেছিলাম। যখন আমি দেশের জন্য খেলি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।"
