সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করেছেন জো রুট (Joe Root)। কিন্তু সেই শতরানে খুশি 'শত্রু' অস্ট্রেলিয়ার অনেকেই! খুশিতে মাতোয়ারাদের মধ্যে অন্যতম হলেন ম্যাথু হেডেন। তবে কেবল খুশি নয়, রুটের সেঞ্চুরিতে স্বস্তির শ্বাস ফেলেছেন অজি প্রাক্তনী। রুটকে ধন্যবাদ জানিয়েছেন হেডেনকন্যা গ্রেসও।
আসলে অ্যাশেজ শুরুর আগে হেডেন হইচই ফেলে দিয়েছিলেন। বলেছিলেন, জো রুট অ্যাশেজে সেঞ্চুরি না করলে মের্লবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চারদিকে নগ্ন হয়ে হাঁটব! সেই মন্তব্য় ভাইরাল হতেই আসরে নামেন হেডেনকন্যা গ্রেস (Grace Hayden)। কাতর আর্জি জানান, রুট যেন অ্যাশেজে একটা সেঞ্চুরি করেন। সুন্দরী গ্রেসের সেই আবেদন ফেরাননি রুট। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ১৩৫ রানের অনবদ্য ইনিংস উপহার দেন ইংরেজ ব্যাটার।
ব্রিসবেনে মাত্র ৫ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। ইনিংসের হাল ধরেন রুট। ওপেনার জ্যাক ক্রলিকে সঙ্গে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন। ৬৬তম ওভারে স্কট বোলান্ডের বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন তিনি। অজিভূমে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। দিনের শেষে ১৩৫ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ১৩৮ রানে নটআউট থাকলেন ইংরেজ তারকা।
টেস্টের প্রথম দিনে রুটের সেঞ্চুরি দেখে কার্যত লাফাতে লাফাতে কমেন্ট্রি বক্স থেকে বেরন হেডেন। তারপর বলেন, "অস্ট্রেলিয়ায় প্রথম সেঞ্চুরি করার জন্য রুটকে অনেক অভিনন্দন। আসলে আমার থেকে বেশি আর কেউ চায়নি তুমি সেঞ্চুরি করো। আসলে তোমার পাশে থেকে তোমাক উদ্বুদ্ধ করতেই আমি এসব করেছি। এগিয়ে যাও রুট।" হেডেনকন্যা গ্রেসও ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমাদের সকলকে দৃশ্যদূষণ থেকে বাঁচিয়েছ, তার জন্য ধন্যবাদ।' উল্লেখ্য, প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট ইংল্যান্ড।
