shono
Advertisement
Joe Root

টপকে গেলেন দ্রাবিড়-পন্টিংকে, টেস্টে সর্বাধিক রানের তালিকায় 'ক্রিকেট ঈশ্বরে'র পরেই রুট

ঘরের মাঠে সেঞ্চুরিতে শচীনকেও টপকে গেলেন রুট।
Published By: Arpan DasPosted: 08:08 PM Jul 25, 2025Updated: 08:15 PM Jul 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনালি ফর্ম অব্যাহত জো রুটের। আর তাঁর শাসনে ফের বেকায়দায় ভারত। ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরিও করে ফেললেন তিনি। সেই সঙ্গে টেস্টে সর্বাধিক রানের তালিকায় টপকে গেলেন রিকি পন্টিং, জ্যাক কালিস, রাহুল দ্রাবিড়দের। টেস্টে সর্বাধিক রানের তালিকায় রুট এখন দ্বিতীয় স্থানে। তাঁর সামনে শুধু 'ক্রিকেট ঈশ্বর' শচীন তেণ্ডুলকর।

Advertisement

ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামার আগে রুটের রান ছিল ১৩,২৫৯। মাত্র ৩০ রান করেই তিনি দ্রাবিড়কে (১৩,২৮৮) টপকে যান। ঠিক আরও একটি রান করে ছাপিয়ে যান জ্যাক কালিসকেও (১৩,২৮৯)। কিন্তু সেখানেই থামেননি ইংরেজ ব্যাটার। ১৭৯ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। আর ১২০ রান করেই তিনি ছাপিয়ে গেলেন রিকি পন্টিংকেও। প্রাক্তন অজি তারকা ১৬৮ ম্যাচে ১৩৩৭৮ রান করেছিলেন। সেখানে ১৫৭ ম্যাচেই পন্টিংকে টপকে গেলেন রুট। আপাতত তাঁর সামনে রয়েছেন শুধু শচীন তেণ্ডুলকর। ২০০ ম্যাচে ভারতের কিংবদন্তির রান ১৫,৯২১। তাঁর ঝুলিতে রয়েছে ৫১টি সেঞ্চুরি। সেখানে জো রুটের সেঞ্চুরি সংখ্যা ৩৮। ছুঁয়ে ফেললেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারাকে। তবে ঘরের মাঠে সেঞ্চুরিতে শচীনকেও টপকে গেলেন রুট। ইংল্যান্ডের মাটিতে তাঁর সেঞ্চুরির সংখ্যা ২৩। সেখানে ভারতে শচীন করেছেন ২২টি সেঞ্চুরি। 

আরও রেকর্ড রয়েছে রুটের নামে। প্রথম ব্যাটার হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে ১০০০ রান করে ফেললেন রুট। অ্যালিস্টার কুক ও গ্রাহাম গুচের পর তিনি তৃতীয় ইংরেজ ব্যাটার হিসেবে দুটি ভিন্ন ভেন্যুতে ১০০০-র বেশি রান হয়ে গেল রুটের। লর্ডসে তাঁর রান ২১৬৬। অন্যদিকে একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সবচেয়ে বেশি চার তাঁর নামে রয়েছে। ভারতের বিরুদ্ধে টেস্টে এটি রুটের ১২তম সেঞ্চুরি। টেস্টে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার ক্ষেত্রে এতদিন স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে ছিল তাঁর নাম। ম্যাঞ্চেস্টারে স্মিথকেও ছাপিয়ে গেলেন রুট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোনালি ফর্ম অব্যাহত জো রুটের। আর তাঁর শাসনে ফের বেকায়দায় ভারত।
  • ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরিও করে ফেললেন তিনি।
  • সেই সঙ্গে টেস্টে সর্বাধিক রানের তালিকায় টপকে গেলেন রিকি পন্টিং, জ্যাক কালিস, রাহুল দ্রাবিড়দের।
Advertisement