shono
Advertisement
Kane Williamson

সেমিফাইনালে সেঞ্চুরি উইলিয়ামসন-রাচীনের, প্রোটিয়াদের বিরুদ্ধে রানের পাহাড় নিউজিল্যান্ডের

প্রথম কিউয়ি ক্রিকেটার হিসাবে নজির উইলিয়ামসনের।
Published By: Anwesha AdhikaryPosted: 05:32 PM Mar 05, 2025Updated: 06:38 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেমিফাইনালে কিউয়ি দাপট। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান তোলার পথে নিউজিল্যান্ড। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কেন উইলিয়ামসন এবং রাচীন রবীন্দ্র। ৫০ ওভারের শেষে সাড়ে তিনশো পেরিয়ে যেতে পারে কিউয়িদের রান, এমনটাই অনুমান ক্রিকেটমহলের। 

Advertisement

বুধবার সেমিফাইনালে যে জিতবে, তারাই রবিবার ফাইনাল খেলবে ভারতের বিরুদ্ধে। তাই লাহোরের ম্যাচের দিকে নজর রয়েছে ভারতীয় দলের সমর্থকদেরও। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। পাওয়ার প্লে চলাকালীনই আউট হয়ে যান ফর্মে থাকা ওপেনার উইল ইয়ং। কিন্তু দলের ইনিংস গড়ার দায়িত্ব নেন রাচীন এবং উইলিয়ামসন। ১৬৪ রানের জুটি গড়ে বড় রানের ভিত গড়েন। শেষ পর্যন্ত দুজনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি।

ওপেন করতে নেমে রাচীনের সেঞ্চুরি এল ৯৩ বলে। তবে ১০১ বলে ১০৮ রান করে আউট হন তিনি। রাচীন আউট হলেও মারকুটে ব্যাটিং চালিয়ে যান উইলিয়ামসন। বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৯১ বলে। তবে আরও আগ্রাসী ব্যাটিং করতে গিয়েই উইকেট খোয়ালেন উইলিয়ামসন। গোটা ইনিংসজুড়ে মোট ১০টি চার এবং দুটি ছক্কা হাঁকিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তাঁর ৪৮তম সেঞ্চুরি। তার মধ্যে ৩৩টি এসেছে টেস্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল চলাকালীনই প্রথম কিউয়ি ক্রিকেটার হিসাবে ১৯ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ দ্রুততম হিসাবে এই নজির গড়লেন উইলিয়ামসন। 

দলের স্কোর ২৫০ পার করে আউট হন উইলিয়ামসন। তার পরের ১০ ওভারে ১১২ রান তুলল কিউয়ি ব্যাটিং লাইন আপ। অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হয় ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের। নির্ধারিত ৫০ ওভার শেষে সাড়ে তিনশো রানও টপকে গেল নিউজিল্যান্ড। ৩৬২ রানে থামল কিউয়ি ইনিংস। আইসিসি নকআউট পর্বে সবচেয়ে বেশি রান তোলার তালিকায় তৃতীয় স্থানে উঠে এল এদিনের স্কোর। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও এটাই এক ইনিংসে সর্বোচ্চ স্কোর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার সেমিফাইনালে যে জিতবে, তারাই রবিবার ফাইনাল খেলবে ভারতের বিরুদ্ধে।
  • ওপেন করতে নেমে রাচীনের সেঞ্চুরি এল ৯৩ বলে। তবে ১০১ বলে ১০৮ রান করে আউট হন তিনি।
  • দলের স্কোর ২৫০ পার করে আউট হন উইলিয়ামসন। তার পরের ১০ ওভারে ১১২ রান তুলল কিউয়ি ব্যাটিং লাইন আপ।
Advertisement