সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেন থেকে আইপিএল ফাইনাল সরে যাওয়া রাজনৈতিক তরজা তুঙ্গে। সোশাল মিডিয়ায় রীতিমতো 'বাগযুদ্ধে' জড়িয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে ইডেন থেকে ফাইনাল সরে যাওয়া নিয়ে বিস্ফোরক পোস্ট করেন বিজেপি সাংসদ। পরে তা ডিলিটও করেন। এই নিয়েই পালটা খোঁচা দিয়েছেন কুণাল।
আগের সূচি অনুযায়ী আইপিএলের প্লে অফের একটি ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু নতুন সূচিতে ‘বঞ্চিত’ কলকাতা। ফাইনাল সরে গিয়েছে আহমেদাবাদ। এছাড়াও ইডেনে অপর প্লে অফের ম্যাচটিও খেলা হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গোটা ঘটনায় ক্ষুব্ধ বাংলার ক্রীড়াপ্রেমীরা। সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ফাইনাল সরে যাওয়া নিয়ে দুই পক্ষ দু’রকম কথা বলছে। কোনটা সত্যি?”
তবে এই সাংবাদিক বৈঠকের আগেই সোশাল মিডিয়ায় 'যুদ্ধ' শুরু করেন সুকান্ত। দীর্ঘ পোস্টে তিনি লেখেন, 'ইডেন গার্ডেন থেকে আইপিএল ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়া ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের আরেকটা জ্বলন্ত প্রমাণ! আবহাওয়া শুধু একটি অজুহাত মাত্র, এই সিদ্ধান্তের নেপথ্যে আস এবং অন্যতম কারণ হলো বাংলার বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি, সম্পূর্ণ ভেঙ্গে পড়া প্রশাসনিক কাঠামো এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অযোগ্যতা। রামনবমীর দিনে নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ সরানোর আবেদন করে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, "আমরা নিরাপত্তা দিতে পারব না"। তখনই স্পষ্ট হয়ে যায়, এই সরকার একটি ক্রিকেট ম্যাচ চালাতে অক্ষম, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে তো আরও অপারগ!'
এখানেই না থেমে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, 'আজ গুজরাটে সব হচ্ছে, কলকাতার ম্যাচ চলে যাচ্ছে গুজরাটে। কারণ সেই রাজ্যে রয়েছে সুশাসন এবং পরিকাঠামো। আর পশ্চিমবঙ্গে চলছে শুধু তোষণ, চাটুকারিত আর কাটমানি সর্বস্ব নোংরা রাজনীতি।' কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায়, সুকান্তর অ্যাকাউন্টে পোস্টটি আর নেই। সেই বিষয়টিকে নিশানা করে পালটা দিয়েছেন কুণাল। এক্স হ্যান্ডেলে তিনি সুকান্তকে ট্যাগ করে লেখেন, 'সকালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে পোস্ট করলেন। মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ালেন। IPL ইডেন থেকে সরা নিয়ে কুৎসা করলেন। এখন দেখছি চুপি চুপি X এ ডিলিট করেছেন। কোথা থেকে হুড়কো খেয়ে ডিলিট করলেন, দয়া করে একটু লিখবেন প্লিজ?' নেটদুনিয়ায় অধিকাংশের মতে বিজেপি শীর্ষ নেতৃত্বের 'বকুনি' খেয়েই পোস্ট মুছে দিয়েছেন সুকান্ত। তবে পোস্ট ডিলিট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি সাংসদ।
