সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু রোহিতরা না খেলায় বড় ধাক্কা খেল লর্ডস স্টেডিয়াম। জানা যাচ্ছে, WTC ফাইনালে প্রায় ৪৫ কোটি টাকা আয় কমে গিয়েছে লর্ডসের।
জুন মাসে ইংল্যান্ডের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একটা সময় ফাইনালের প্রধান দাবিদার ছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে চুনকাম, তারপর অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে পরাজয়। যার জেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। আর তার ফলে ধাক্কা খেল মেরিলবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি-ও।
আসলে ভারতের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি থাকায় প্রথমে উচ্চমূল্য টিকিট ধার্য্য করা হয়েছিল। অনুমান ছিল, ভারতীয় জনতা লর্ডস ভরিয়ে ফেলবে। কিন্তু সেটা হচ্ছে না। ভারত যোগ্যতা অর্জন না করায় টিকিটের দাম কমাতে বাধ্য হচ্ছে এমসিসি। এখন টিকিটের মূল্য ৪০ পাউন্ড থেকে ৯০ পাউন্ড। প্রথমে এর থেকে অন্তত ৫০ পাউন্ড বেশি মূল্য ধার্য্য করা হয়েছিল। তাতেও পর্যাপ্ত টিকিট বিক্রি হচ্ছে না। এমনকী যারা উচ্চ মূল্যে টিকিট কেটেছিলেন, তাদের অতিরিক্ত টাকা ফিরিয়ে দিতে হচ্ছে। ফলে একদিকে যেমন ৪৫ কোটি টাকার ক্ষতির সম্মুখীন তারা, সেই সঙ্গে গোটা স্টেডিয়াম নাও ভরতে পারে।
অথচ তারপরই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। লর্ডসের প্রথম চারদিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনকী জুলাইয়ে ভারতের মহিলাদের ওয়ানডে টিকিটের চাহিদা রয়েছে। অথচ WTC ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে না। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে মাত্র ৯০০০ জন দর্শক উপস্থিত হয়েছিলেন। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও উদ্বেগ বাড়ছে লর্ডসের।