সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামে দর উঠেছিল ২৭ কোটি। তাঁকে অধিনায়ক করেছিল লখনউ সুপার জায়ান্টস। বলা ভালো, গোটা মরশুম সেই আস্থার দাম দিতে পারেননি তিনি। তাঁর ব্যাট কথা বলেনি। তাঁর অধিনায়কত্বে লখনউয়ের ভাগ্যোদয় হয়নি। মরশুমের শেষ ম্যাচেও সেই ঋষভ পন্থের উপর নেমে এল শাস্তির খাঁড়া। বড় অঙ্কের জরিমানা ভুগতে হল পন্থকে।
মঙ্গলবার আরসিবির বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেছিল লখনউ। সেই ম্যাচে পন্থ প্রাণ খুলেই ব্যাট করেন। ৩ নম্বরে ব্যাট করতে নেমে একেবারে শুরু থেকেই মারকুটে মেজাজে খেলেন তিনি। মাত্র ৬১ বলে ১১৮ রান করেন। ১১টি বাউন্ডারি আর ৮টি ওভার বাউন্ডারি হাঁকান সদ্য ভারতীয় দলের সহঅধিনায়কের দায়িত্ব পাওয়া পন্থ। তবে ব্যর্থ হয়েছে তাঁর সেঞ্চুরি। জিতেশ শর্মার লড়াকু ইনিংসে ভর করে ম্যাচ জিতে নিয়েছে আরসিবি।
ম্যাচ শেষ হওয়ার পরে পন্থ বলেন, "জিততে হলে পুরো ৪০ ওভারই ভালো খেলতে হয়। শুধু ২০ ওভার ভালো খেললে হবে না। গোটা মরশুমজুড়ে এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল। অনেকের চোট ছিল টুর্নামেন্টের আগে থেকেই। সেটাই আমাদের ভুগিয়েছে বারবার।" আইপিএল অভিযান শেষে পন্থের মত, "আপাতত কয়েকদিনের বিরতি নেব। ক্রিকেট নিয়ে কোনওরকম ভাবনাচিন্তা নয়। সামনে ইংল্যান্ড সিরিজ রয়েছে। সেটার প্রস্তুতি নেওয়ার জন্য মানসিকভাবে ভালো জায়গায় থাকাটা খুব দরকার।"
আইপিএল অভিযানের শেষ ম্যাচেও শাস্তির কবলে পড়লেন লখনউ অধিনায়ক। চলতি মরশুমে এই নিয়ে তিনবার মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেল লখনউ। তাই এবার ৩০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে পন্থকে। সেই সঙ্গে দলের প্রত্যেক ক্রিকেটারকে ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফি'র ৫০ শতাংশ দিতে হবে জরিমানা হিসাবে। অর্থাৎ একরাশ ব্যর্থতা নিয়ে মরশুম শেষ করার পরে এবার শাস্তিও পেতে হবে এলএসজিকে।
