সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ নগ্ন হয়ে হাঁটার প্রতিজ্ঞা ম্যাথু হেডেনের! কী এমন ঘটল, যে এরকম প্রতিজ্ঞা প্রাক্তন অজি ওপেনারের? এমনকী পরিস্থিতি এমন জায়গায় পৌছেছে যে, বাবাকে বাঁচাতে আসরে কন্যা গ্রেস হেডেন। আর এই সবকিছুর কেন্দ্রে একটাই নাম- জো রুট।
বিষয়টা খোলসা করে বলা যাক। বছরের শেষে অ্যাসেজ রয়েছে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে কামিন্সদের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই মুহূর্তে আগুনে ফর্মে রয়েছেন জো রুট। অ্যাসেজ পুনরুদ্ধারে তিনিই ইংরেজদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারেন। ভারতের বিরুদ্ধে সিরিজে একাধিক সেঞ্চুরি করেছিলেন রুট। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেডেন মনে করেন, রুট অ্যাসেজেও সেঞ্চুরি করবেন।
হেডেন বলেছেন, "আমি মের্লবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চারদিকে নগ্ন হয়ে হাঁটব। যদি ও সেঞ্চুরি না করে।" ইউটিউবে হেডেনের মন্তব্য শুনে হাসির রোল নেটদুনিয়ায়। আর না করলে? তখন তো সম্মান নিয়ে টানাটানি! অতএব রুটকে সেঞ্চুরি করতেই হবে। তাই ম্যাথু হেডেনের মেয়ে গ্রেস রুটকে ট্যাগ করে ইনস্টাগ্রামে বিনীত আর্জি করেছেন, 'প্লিজ জো রুট, একটা সেঞ্চুরি করো।'
২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাসেজ। পাঁচ টেস্টের সিরিজের শেষ টেস্ট ২০২৬-র ৪ জানুয়ারি থেকে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে তিনটি সেঞ্চুরি করেছিলেন রুট। এবার দেখার অস্ট্রেলিয়ায় তিনি প্রতিপক্ষ দলের প্রাক্তন তারকার সম্মান বাঁচাতে পারেন কি না।
