স্টাফ রিপোর্টার: কারও চোট। তাঁদের মধ্যে দু’জনের আবার পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ আবার গত ছ’মাসে জাতীয় দলের হয়ে মাঠেই নামেননি। এমনকী চোট রয়েছে স্বয়ং অধিনায়কের। আবার গত বছর এই ফরম্যাটে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছয় মারা প্লেয়ারের জায়গা হয়নি স্কোয়াডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আর সেই দলে ভর্তি রয়েছে এমন সব ক্রিকেটারে। স্বয়ং কিউয়ি বোর্ডের দেওয়া বিবৃতিতেই উল্লেখ করা হয়েছে ক্রিকেটারদের চোট এবং পিতৃত্বকালীন ছুটির মতো বিষয়গুলি। স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নেতৃত্বে ভারতে খেলতে আসবে নিউজিল্যান্ড। অ্যাডাক্টরের চোট পেয়ে নভেম্বর থেকে মাঠের বাইরে তিনি। ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন ও ম্যাট হেনরিও চোটের তালিকায় রয়েছেন। ক্রিকেট নিউজিল্যান্ডের বক্তব্য, প্রত্যেকেই সুস্থ হওয়ার পথে রয়েছেন।
এরমধ্যে ফার্গুসন ও হেনরির বিশ্বকাপের মাঝে বাবা হওয়ায় সম্ভাবনা রয়েছে। উইকেটকিপার-ব্যাটার অ্যালেনের চোটের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বটে, তিনি এদিনও ম্যাচ খেলেছেন বিগ ব্যাশ লিগে। দলে জায়গা পাওয়া অ্যাডাম মিলনে গত জুলাইয়ে শেষবার খেলেছেন জাতীয় দলের হয়ে। এর বাইরে ভারতের মাটিতে ম্যাচ খেলার কথা মাথায় রেখে দলে ঠাঁই হয়েছে ইশ সোধি, রাচীন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসের মতো স্পিনার ও স্পিন অলরাউন্ডারের। প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে দু’নম্বরে থাকা জেকব ডাফিও। এছাড়া আছেন ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, জেমস নিস্যাম, টিম সেইফার্ট। রিজার্ভে রাখা হয়েছে কাইল জেমিসনকে।
তবে বিশ্বকাপ নয়, আপাতত শুধু ভারতের বিরুদ্ধে সিরিজে ফোকাস করতে চাইছে নিউজিল্যান্ড। মুম্বইয়ে এক অনুষ্ঠানে স্যান্টনার বলে দিয়েছেন, “বিশ্বকাপের আগে এখনও এক মাস সময় আছে। সামনে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেখানে বুমরাহ আর বরুণের মতো বোলারকে সামলাতে হবে। আমরা বর্তমানে থাকতে ভালোবাসি। তাই আপাতত তিনটে ওয়ানডে ম্যাচে কীভাবে ভারতের মতো বিশ্বমানের দলকে সামলাব, সেসব নিয়ে ভাবছি। সিরিজ শেষ হলে বিশ্বকাপ নিয়ে ভাবনাচিন্তা শুরু করব।” ১১ জানুয়ারি বরোদায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। সেই সিরিজ খেলতে ভারতে চলে এসেছেন বিরাট কোহলি। ফিলিপস-জেমিসনদের বিরুদ্ধে নামার আগে বিজয় হাজারে ট্রফিতে দু’টো ম্যাচও খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিশ্বকাপের দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, টিম সেইফার্ট (উইকেটকিপার) এবং ইশ সোধি।
