সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই ভারতে খেলতে না চেয়ে নতুন করে আইসিসিকে চিঠি দিল বিসিবি (Bangladesh Cricket Board)। শোনা যাচ্ছে, এবার নয়া অজুহাত খাঁড়া করেছেন বাংলাদেশ বোর্ডের কর্তারা। চিঠিতে তারা যা লিখেছে, সেটার মর্মার্থ হল, আইসিসি যদি ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্ব নেয়ও তাতেও সমর্থক, সাংবাদিক বা ক্রিকেটপ্রেমীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে। বিসিবি সূত্র বলছে, ভারত যে বাংলাদেশিদের জন্য নিরাপদ নয়, সেটাই নতুন চিঠিতে লেখা হয়েছে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ‘নিষিদ্ধ’ করেছে বিসিসিআই। এই সিদ্ধান্ত ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানিয়ে দেয় বিসিবি। এমনকী আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। বিসিবি সাফ জানিয়ে দেয়, সর্বোচ্চ নিরাপত্তা পেলেও ক্রিকেটাররা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবেন না। যদিও আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কিন্তু ভারত থেকে ম্যাচ সরানো সম্ভব নয়।
সেই চিঠি পেয়ে কিছুটা সুর নরম করেছিল বাংলাদেশ বোর্ড। কিন্তু তারপরেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের শীর্ষ কর্তাদের তলব করেন বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি ফের সাফ বলে দেন, কোনওভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা-সমস্ত কিছুর সঙ্গে আপস করে মুস্তাফিজুররা ভারতে খেলবেন না। তারপরই নতুন করে বিসিবি চিঠি লিখেছে আইসিসিকে। বলা হয়েছে, "ভারতে খেলতে যাওয়া সম্ভব নয়। তবে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে চায়। সেটা বিকল্প ভেন্যুতে।" সরকারিভাবে বিসিবির তরফে বিবৃতিতে বলা হচ্ছে, "আইসিসি জানতে চেয়েছিল আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ কী? আমরা সেগুলি বিস্তারিত জানিয়েছি।"
মজার কথা হল, ভারতে খেলতে যাওয়া নিয়ে বিসিবির এই কড়া অবস্থানে আপত্তি রয়েছে বোর্ডেরই একাংশের। শোনা যাচ্ছে, ভারতে খেলতে আসার ক্ষেত্রে বোর্ডের একাংশের আপত্তি নেই। তাঁরা মনে করছেন, অহেতুক বিসিসিআই বা আইসিসির বিরুদ্ধে 'বিদ্রোহ' ঘোষণা করাটা আসলে বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতি করবে। কিন্তু বিসিবি অসহায়। সরকারের চাপে তারা বাধ্য হচ্ছে কড়া অবস্থান নিতে। আসলে ইউনুস প্রশাসন ভারত বিদ্বেষী মনোভাবের জেরে স্পষ্ট করে বিসিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই ভারতে খেলতে যাওয়া যাবে না।
