সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গিহানার ঘটনায় চরম ক্ষুব্ধ দেশবাসী। এই আবহে ভারতে পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ঘুরিয়ে যেন পাক লিগেও ছায়া পড়েছে দু'দেশের সম্পর্কের অবনতির। ঠিক যেভাবে পাকিস্তান সেনা ও বায়ুসেনার উপদেষ্টা 'গলা কেটে নেওয়ার' হুমকি দিয়েছিলেন, উইকেট তুলে সেই ভঙ্গিই করলেন পাক পেসার মহম্মদ আমির।
পাকিস্তান সুপার লিগে ম্যাচ চলছিল পেশোয়ার জালমি ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্সের। সেখানে ম্যাচের শুরুতেই বাবর আজমের মাথায় আছড়ে পড়ে আমিরের বাউন্সার। সঙ্গে সঙ্গে কনকাশন পরীক্ষা করতে হয়। যদিও বড়সড় কোনও সমস্যা হয়নি। ফের ব্যাটও করতে নামেন বাবর। কিন্তু ততক্ষণে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায়।
নিজের পরের ওভারে এসেই বাবরের উইকেট নেন আমির। পাক পেসারের ইন সুইঙ্গারের কোনও জবাব ছিল না বাবরের কাছে। রিভিউ নিয়েও এলবিডব্লুর হাত থেকে রেহাই পাননি। আর তারপরই শুরু আমিরের গর্জন। দৌড়ে এগিয়ে যান ডাগ আউটের দিকে। সেখানে ছিলেন কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। তাঁর দিকে তাকিয়ে গলা কেটে নেওয়ার ভঙ্গি করেন আমির। এখানেই শেষ নয়। তারপর হাত দিয়ে যে ইঙ্গিতটি করেন, তাতে অনেকে মনে করছেন এটা 'বোম ফাটানোর' ইঙ্গিত।
সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। পহেলগাঁও জঙ্গিহানার পর লন্ডনে পাক হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখিয়ে ছিলেন প্রবাসী ভারতীয়রা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভারতীয় বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের ছবি দেওয়া একটি পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়রা। তাঁদেরই গলা কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন পাকিস্তান সেনা ও বায়ুসেনার উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাত। আবার এমনিতে ক্রিকেট মাঠে এই ধরনের আবেগ প্রকাশ নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে আমিরের আচরণ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
