shono
Advertisement
Mohammad Shami

বিরাট-রোহিতের পর এবার অবসর শামির? জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন তারকা পেসার

ইংল্যান্ডের বিরুদ্ধে শামির সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো সংশয় রয়েছে।
Published By: Subhajit MandalPosted: 10:42 PM May 13, 2025Updated: 10:42 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মাও সপ্তাহখানেক আগে লালবলের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। এর আগে অজি সফরে সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার কি অবসরের তালিকায় নাম উঠতে চলেছে মহম্মদ শামিরও? বেশ কিছুদিন ধরেই জল্পনা-গুঞ্জন শোনা যাচ্ছে সোশাল মিডিয়ায়। এমনকী কয়েকটি সংবাদমাধ্যমেও শামির অবসর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু শামি নিজেই সেই জল্পনা-গুঞ্জনে ইতি টেনে সাফ জানিয়ে দিলেন, অবসর ঘোষণার কোনও অভিপ্রায় তাঁর নেই। বরং ভুয়ো খবর ছড়ানোয় সংবাদমাধ্যমকে বিঁধলেন তিনি।

Advertisement

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তারকা পেসার। যে কারণে বর্ডার গাভাসকর ট্রফিও খেলা হয়নি। আবার সেখানে ‘অতিরিক্ত চাপ’-এর জন্য চোট পান জশপ্রীত বুমরাহ। সব মিলিয়ে ‘ওয়ার্কলোড প্রেসার’ নিয়ে বোর্ডকে ভাবতেই হচ্ছে। শামি ফিরে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। আইপিএলেও খেলছেন। কিন্তু দাগ কাটার মতো পারফর্ম এখনও সেভাবে করতে পারেননি। তাছাড়া পাঁচদিনের ক্রিকেটের ধকল কতটা সামলাতে পারবেন, সেই প্রশ্নও থাকছে।

এই পরিস্থিতিতে ইংল্যান্ড সিরিজে তাঁকে আদৌ সুযোগ দেওয়া হবে কিনা, সেটা নির্ভর করছে তাঁর চাপ নেওয়ার ক্ষমতার উপর। দীর্ঘক্ষণ টানা বল করার ধকল তাঁর শরীর নিতে পারবে কিনা, সেটার উপর। ইতিমধ্যেই বোর্ড সূত্রে শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত শামি টেস্টে কোনও ভাবেই প্রথম পছন্দ নয়। শামির রান আপে সমস্যা হচ্ছে। বল উইকেট কিপারের হাতে ঠিকভাবে পৌঁছচ্ছে না। ২০২৩-র ওয়ানডে বিশ্বকাপের আগের ফর্মে একেবারেই নেই। তাছাড়া শর্ট স্পেলের পরই ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন। ফলে ইংল্যান্ড সিরিজে তিনি সুযোগ পাবেন কিনা তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে আবার তাঁর অবসর নিয়ে গুঞ্জন। একাধিক সংবাদমাধ্যম যা নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। যা দেখে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন তারকা পেসার। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি প্রতিবেদকের উদ্দেশে লিখেছেন, "বাহ খুব ভালো লিখেছেন। এবার নিজের চাকরির দিনটাও গুনুন। আপনারাই আমার কেরিয়ারটার বারোটা বাজিয়ে দিলেন। আরে কখনও তো ভালো কিছু বলুন। আজকের এটাই সবচেয়ে বাজে খবর" যেভাবে শামি ওই প্রতিবেদককে প্রকাশ্যে কটাক্ষ করেছেন, তাতেই স্পষ্ট এখনই অবসরের কথা ভাবছেন না তিনি। আপাতত খেলা চালিয়ে যেতে চান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার কি অবসরের তালিকায় নাম উঠতে চলেছে মহম্মদ শামিরও?
  • কয়েকটি সংবাদমাধ্যমেও শামির অবসর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
  • শামি নিজেই সেই জল্পনা-গুঞ্জনে ইতি টেনে সাফ জানিয়ে দিলেন, অবসর ঘোষণার কোনও অভিপ্রায় তাঁর নেই।
Advertisement