সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াইয়ে পেরে না উঠে এবার ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ শুরু করল পাকিস্তান! খোদ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে লাইভ টিভিতে 'শুয়োর' বলে কটাক্ষ করলেন কিংবদন্তি পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফ। পালটা দিয়েছেন ভারতীয় নেটিজেনরাও।
ভারত-পাক ম্যাচে করমর্দন বিতর্ক নিয়ে পাকিস্তানি নিউজ চ্যানেল সামা টিভিকে মহম্মদ ইউসুফ বলেছেন, ''ভারত তাদের ফিল্মি জগৎ থেকে বেরোতে পারল না। ওরা যেভাবে জিতেছে তাতে লজ্জিত হওয়া উচিত। আম্পায়ারকে ব্যবহার করে, ম্যাচ রেফারিকে দিয়ে পাকিস্তানকে নির্যাতন করিয়েছে।'' এরপর সূর্যকে তিনি 'সুয়ার কুমার' বলে সম্বোধন করেন। শো-এর সঞ্চালক তাঁকে বারবার ভারত অধিনায়কের সঠিক নাম 'সূর্য', সেটা মনে করিয়ে দিলেও একাধিকবার ইউসুফ তাঁকে 'সুয়ার কুমার' বলেন।
ইউসুফের ওই মন্তব্য যে উদ্দেশ্যপ্রণোদিত, সেটা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া গিয়েছে ভারত থেকে। নেটিজেনরা পালটা বিঁধছেন ইউসুফকে। প্রশ্ন উঠছে, করমর্দন বিতর্কে যে পাকিস্তান এ পর্যন্ত স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে বড় বড় কথা শোনাচ্ছিল, তারাই এখন ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে।
উল্লেখ্য, করমর্দন বিতর্ক এখানেই থামবে না। সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, যদি ভারত ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে যায়, তাহলে প্লেয়াররা নকভির সঙ্গে এক মঞ্চে উঠবে না। এসিসি’র প্রধান হিসেবে ওঁরই ট্রফি হাতে তুলে দেওয়ার কথা। ওর হাত থেকে ট্রফিও নেমে না টিম ইন্ডিয়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। তিনি আবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। ফলে ‘যুদ্ধং দেহী’ মানসিকতা নিয়েই লড়াইয়ে প্রস্তুত বিসিসিআই।
