সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে রমজান মাস। বিশ্বজুড়ে রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসলিমরা। কিন্তু রোজা না রেখে নেটিজেনদের কোপে পড়লেন মহম্মদ শামি। নেটদুনিয়ায় রীতিমতো তারকা পেসারকে আক্রমণ করেছেন অনেকে। তাঁদের মতে, বহু খেলোয়াড় দিনভর নির্জলা উপোস করেও মাঠে নেমে খেলেন। তাহলে শামি কেন পারবেন না?
বিতর্কের সূত্রপাত মঙ্গলবার। ওইদিন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন শামি। ম্যাচ চলাকালীন দেখা যায়, বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে এনার্জি ড্রিঙ্ক পান করছেন শামি। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সকলে বুঝতে পারেন, রমজান মাস শুরু হয়ে গেলেও সেমিফাইনালের দিন রোজা রাখেননি শামি। তারপর থেকেই তারকা পেসারের ধর্মীয় পরিচয় উল্লেখ করে শুরু হয় সমালোচনা।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাসিম আমলার উদাহরণ টেনে এক নেটিজেন তোপ দেগেছেন শামিকে। তাঁর কথায়, 'হাসিম আমলার উদাহরণ দেখুন। রমজানের রোজা রেখেই দুরন্ত ইনিংস খেলেছেন। তাঁর মতো বিশ্বাস এবং নিয়মানুবর্তিতা পালনের শিক্ষা নেওয়া উচিত শামির।' আরেকজন তো শামির ধর্মপালন নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, 'শামি আপনি কেমন মুসলিম। রোজা রাখেননি, অন্তত রমজানকে তো সম্মান করুন।' অনেকের মতে, ফুটবলাররা তো রোজা রেখেই পুরো ম্যাচ খেলেন। তাহলে শামি পারবেন না কেন?
গত ২ মার্চ থেকে ভারতে রোজা শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলিম হিসাবে রমজানের প্রত্যেকটি দিন নির্জলা উপবাস করেন শামি নিজেও। কিন্তু ভারতের ম্যাচ যেদিন থাকে, সেদিন শামি রোজা রাখেন না। দেশের হয়ে খেলাকেই গুরুত্ব দেন। কিন্তু এবার রোজা না রাখার কারণে তাঁকে নেটদুনিয়ার তোপে পড়তে হল।
