সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও নো বল হয়! দিল্লির বিরুদ্ধে জয়ের ম্যাচে আইপিএলে বিরল ঘটনা ঘটিয়ে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। যে কারণে শাস্তিস্বরূপ নো বলও হজম করতে হয় হার্দিক ব্রিগেডকে।
ঘটনাটা কী? বুধবার ভারচুয়াল কোয়ার্টার ফাইনালে দিল্লির বিরুদ্ধে পঞ্চম ওভারের তৃতীয় বলটি নো বল হয়। বোলার কোনও নিয়ম না ভাঙা সত্ত্বেও কীভাবে নো বল হল? ধন্দে পড়ে যান অধিনায়ক হার্দিক-সহ মুম্বই তারকারা। পরে আম্পায়ার জানান, ফিল্ডিং সাজানোর নিয়ম ভঙ্গ করেছে মুম্বই। পাওয়ার প্লের সময় ৩০ গজের বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকার অনুমতি পান। সেই নিয়ম ভাঙলে নো বল হয়। মুম্বই কিন্তু সেই নিয়ম ভঙ্গ করেনি। হার্দিকরা এমন একটি নিয়ম ভেঙেছেন যা কার্যত অজানা।
পঞ্চম ওভারের তৃতীয় বলের সময় উইল জ্যাকস যখন ভিপ্রাজ নিগমকে বল করছিলেন, তখন অফ সাইডে মাত্র ৩ জন ফিল্ডার রেখেছিলেন অধিনায়ক হার্দিক। বাকি ছ'জন ফিল্ডারই তিনি রাখেন অন সাইডে। কিন্তু সেটা আইপিএলের নিয়ম বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী, বল করার সময় লেগ সাইড অর্থাৎ অন সাইডে পাঁচজনের বেশি ফিল্ডার রাখা যায় না। অর্থাৎ অতিরিক্ত একজন ফিল্ডারকে লেগ সাইডে রেখে নিয়ম ভেঙেছেন হার্দিক। মজার কথা হল, মুম্বই অধিনায়ক ওই নিয়ম জানতেনই না।
তবে ওই নো বলের বিশেষ প্রভাব ম্যাচের ফলে পড়েনি। দিল্লিকে গুঁড়িয়ে দিয়ে এবারের চতুর্থ দল হিসাবে প্লে অফে পৌঁছে গিয়েছে মুম্বই। গতবছর দলের অন্দরের ঝামেলাতেই জর্জরিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে এবার স্বমহিমায় ফিরেছেন হার্দিকরা।
