shono
Advertisement

Breaking News

Mustafizur Rahman

আইপিএল থেকে ছাঁটাইয়ে ৯ কোটি টাকা লোকসান! আইনি পথে হেঁটে ভাগ্য ফিরবে মুস্তাফিজুরের?

সাধারণত চোটের জন্য বাদ পড়লেও টাকা পান ক্রিকেটাররা।
Published By: Arpan DasPosted: 01:28 PM Jan 06, 2026Updated: 07:36 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে সরানোর সিদ্ধান্ত ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়া। কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী মুস্তাফিজুরকে বিদায় দিয়েছে। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইটরা। কিন্তু আইপিএল থেকে ছাঁটাইয়ের পরও কি সেই টাকা পাবেন তিনি? আইনি পথ নিয়ে কি কোনও লাভ হবে?

Advertisement

আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি যদি নির্দিষ্ট অঙ্কে কোনও ক্রিকেটারকে কেনে, তাহলে ওই অর্থ ‘লক’ হয়ে যায়। অর্থাৎ ওই অর্থ অন্যত্র ব্যবহার করা যাবে না। ক্রিকেটারকে তাঁর প্রাপ্য অর্থ দিতে ফ্র্যাঞ্চাইজি বাধ্য থাকবে। সাধারণত মরশুম শুরুর আগেই নিলামের দামের ১৫ শতাংশ অর্থ ক্রিকেটারকে দিয়ে দেওয়া হয়। দলে নেওয়ার পর যদি সংশ্লিষ্ট ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি ছেঁটে ফেলে বা তিনি চোট পান, তাহলেও পুরো অর্থ তুলে দেওয়া হবে ক্রিকেটারের হাতে।

কিন্তু মুস্তাফিজুরের ব্যাপারটা আলাদা। এক্ষেত্রে কেকেআর নয়, তিনি বাদ পড়েছেন সরাসরি বিসিসিআইয়ের নির্দেশে। চোট বা শৃঙ্খলাভঙ্গের যুক্তিও তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে বাংলাদেশি পেসার যদি ক্ষতিপূরণ চান, তাহলে তিনি পাবেন না। সাধারণত ৫০ শতাংশ টাকা ইনস্যুরেন্সের জন্য দেওয়া হয়। এই নিয়ে বোর্ডের এক সূত্র বলছেন, "বর্তমান পরিস্থিতিতে ইনস্যুরেন্স দাবিও কেউ করতে পারবে না। কেকেআরকে কোনও টাকা দিতে হবে না। এটা মুস্তাফিজুরের জন্য দুর্ভাগ্যজনক ঠিকই। ফলে তাঁর কাছে আইনি পথ ছাড়া কোনও উপায় নেই। কিন্তু কোনও বিদেশি প্লেয়ারই সেই রাস্তায় হাঁটতে চাইবেন না।"

কিন্তু 'আইনি পথ' নিয়ে কি কোনও লাভ হবে? ওই সূত্রের মতে, গোটা বিষয়টার মধ্যে আন্তর্জাতিক রাজনীতি এমনভাবে জড়িয়ে গিয়েছে, তাতে বিশেষ কোনও লাভ হবে না। কারণ তাঁর বিরুদ্ধে পেশাদারি কোনও চুক্তিভঙ্গ হয়নি। ফলে মুস্তাফিজুরকে সম্ভবত খালি হাতেই ফিরতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানোর সিদ্ধান্ত ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়া।
  • কলকাতা নাইট রাইডার্সও বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী মুস্তাফিজুরকে বিদায় দিয়েছে।
  • এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইটরা।
Advertisement